জাহিদ হাসান এবার পাবলিক ফিগার রমজান ভাই

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ০৩ জুন ২০১৮

ছোট পর্দার জনপ্রিয় অভিনতা জাহিদ হাসান বরাবরই ঈদের সময় নতুন চমক নিয়ে হাজির হন। তার অভিনীত আরমান ভাই চরিত্রটি এখনও সবার প্রিয় হয়ে আছে। এবার নতুন চরিত্রে হাজির হবেন জাহিদ হাসান। এবার তিনি রমজান ভাই। এটিএন বাংলার ঈদ অনুষ্ঠানমালায় ঈদের তৃতীয় দিন রাত সাড়ে ৮ টায় প্রচার হবে বিশেষ নাটক ‘রমজান ভাই পাবলিক ফিগার’।

আপেল মাহমুদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শেখ সেলিম। নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। নাটকের গল্পে দেখা যাবে, রমজান ভাই পাড়ার বড় ভাই। কিছুটা মাস্তান টাইপের, কুকুর ছাড়া আর কাউকেই ভয় পান না। দুলাল আর শুভ দু’জনেই তার শিষ্য। রমজান ভাইয়ের আরেকজন শিষ্য হচ্ছে সাকিব। রমজান ভাইয়ের একটা ফেসবুক আইডি আছে। আইডিটা সাকিব খুলে দিয়েছে। আইডিতে রমজান ভাইয়ের একটা ভাবের ছবি দেয়া আছে। সেখানে প্রায় হাজার তিনেক মানুষ তাকে ফলো করে।

আইডিটা ব্যবহার করে সাকিব। রমজান ভাই ফেসবুকে যা আপডেট দেয় তা আসলে সাকিবই পোস্ট করে। রমজান ভাই পাড়ায় সবার কাছে সমীহ পায়। ফেসবুক হোক আর পাড়ার জুনিয়রদের সমীহ থেকেই হোক রমজান ভাই নিজেকে পাবলিক ফিগার মনে করে। রমজান ভাইয়ের একটাই টেনশন, নাঈমা। নাঈমা পাড়ার সবচেয়ে সুন্দরী মেয়ে আর রমজান ভাইয়ের প্রেমিকা। প্রেমিকা মানে ওয়ান সাইডেড আরকি। রমজান ভাই এই একজনের কাছেই মোমের মত নরম হয়ে যান।

নাঈমা অবশ্য রমজান ভাইকে গুরুত্ব দেননা তেমন একটা। সাকিব রমজান ভাইয়ের অনুমতি নিয়ে নাঈমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এভাবেই মজার ঘটনার মধ্যে দিয়ে এগিয়ে চলে নাটকের কাহিনী।

নাটকটিতে আরও অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি, আব্দুল্লাহ রানা, খলিলুর রহমান কাদেরী, আনন্দ খালেদ, মোশাররফ হোসেন, অরণ্য বিজয় প্রমুখ।

এমএবি/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।