প্রকাশিত হলো রেখার ‘রঙের মানুষ’


প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০১ আগস্ট ২০১৫

সম্প্রতি রাজধানীর একটি রেস্টুরেন্টে প্রকাশিত হয়েছে জনপ্রিয় লোকসঙ্গীত শিল্পী লাইলুন নাহার রেখার দ্বিতীয় একক অ্যালবাম ‘রঙের মানুষ’। প্রযোজনা প্রতিষ্ঠান রিংগার এর ব্যানারে প্রকাশ পায় এই অ্যালবামটি।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সুরকার ও গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, বাউলশিল্পী ফকির শাহবুদ্দিন, জনপ্রিয় সঙ্গীত শিল্পী ইমরান, গীতিকার ও রিংগার এর কর্ণধার দেলোয়ার আরজুদা শরফ, প্লাবন কোরাইশী এবং ফিটনেস বাংলাদেশ এর চেয়ারম্যান শাহীন সারেং।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- বাবিসাস সভাপতি ও বিনোদনধারার এডিটর আবুল হোসেন মজুমদার।

কণ্ঠশিল্পী রেখা জানান, সঙ্গীত পরিবারে জন্ম হওয়ায় আমি অনেক অল্প বয়সে গানের চর্চা শুরু করি। পাঁচ বছর বয়সে আমি তালিম নিয়েছি গোপালচন্দ্র সরকারের কাছে। ক্ল্যাসিকাল মিউজিক ওপরে দীক্ষা নিয়েছি বরকত হোসেন এর কাছে। রঙের মানুষ আমার ২য় একক আর এই অ্যালবামের  বেশির ভাগ গানই সুফিবাদী । এই অ্যালবামটি অনেক পরিশ্রম এবং সময় দিয়ে করেছি আশা করি শ্রোতাদের ভালো লাগবে।

রেখার প্রথম একক ‘গোপন ভালবাসা’  প্রকাশিত হয় ২০১০ সালে। গাঙচিল এর ব্যানারে। ১০ টি গান রয়েছে এই অ্যালবামটিতে।

সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু ও কথা লিখেছেন শহিদুল্লাহ ফরাজী, দেলোয়ার আরজুদা শরফ, লিমন আহমেদ প্রমুখ।

এসএইচএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।