কাউখালীতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৪ পিএম, ০১ আগস্ট ২০১৫

রাঙামাটি পার্বত্য জেলার কাউখালীতে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। শনিবার ভোররাতে উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের কালিছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম নাইমুরি মারমা (৫০)। এদিকে, পাহাড় ধসে একই উপজেলার কাশখালীতে শামীমা আক্তার (৩৫) নামে আরেক নারী গুরুতর আহত হয়েছেন।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় পাহাড়ের পাদদেশে নির্মাণ করা নিজ মাটির ঘরে ঘুমন্ত অবস্থায় পাহাড় ধসে মাটিচাপা পড়ে নাইমুরি মারমা তাৎক্ষণিক মারা যান। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ব্যাপারে কাউখালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

অন্যদিকে শুক্রবার বিকেলে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একই ইউনিযনের কাশখালী ঘোনায় নুর মোহাম্মদের স্ত্রী শামীমা আক্তার নামে এক নারী পাহাড় ধসে মাটিচাপায় গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে সঙ্গে সঙ্গে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

সুশীল প্রসাদ চাকমা/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।