১০ তরুণ শিল্পীকে দিয়ে শেখ সাদী খানের ঈদের গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ২৬ মে ২০১৮

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আসছে একঝাঁক তরুণ সঙ্গীতশিল্পীর কন্ঠে ঈদের গানের ভিডিও। ‘দ্যাখো দ্যাখো আসমানে ওই দ্যাখো বাঁকা চাঁদ, খুশির এই পয়গামে আনন্দ ভাঙে বাঁধ’ এমন কথার গানটি লিখেছেন কবি ও গীতিকার সহিদ রাহমান। সুর ও সংগীত করেছেন প্রখ্যাত সঙ্গীতপরিচালক ও সুরকার শেখ সাদী খান।

গত ১৮ মে প্রথম রমজানে উত্তরার একটি বাড়ি ও দিয়াবাড়িতে এই গানের ভিডিওর শুটিং শেষ হল। মিউজিক ভিডিওটি অচিরেই বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে। গানটিতে কন্ঠ দিয়েছেন ইউসুফ, নন্দিতা, অপু, ¯^রলিপি, মুগ্ধ, চম্পা বনিক, ঋতুরাজ, প্রিয়াংকা, পরান ও সুস্মিতা।

গানটি নিয়ে শেখ সাদী খান বলেন, ‘ঈদ নিয়ে আমাদের খুব বেশি ভালো গান নেই। তাই গানটি করে খুব ভালোলাগছে। সহিদ রাহমান দারুন লিখেছেন। আমিও চেষ্টা করেছি এই সময়ের শ্রোতাদের কথা চিন্তা করে ভালো কিছু করার। গানটি গেয়েছেন এ সময়ের ১০জন মেধাবী শিল্পী। তাদের কণ্ঠের বৈচিত্র্য গানটিকে আরও প্রাণবন্ত করেছে। আশা করছি গানের ভিডিওটি দর্শক শ্রোতাদের ঈদের আনন্দ দ্বিগুন করবে।’

এমএবি/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।