বিক্রি হলো কিশোর কুমারের বাড়ি

মনিকা সাহা
মনিকা সাহা মনিকা সাহা , কলকাতা প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৭ এএম, ২০ মে ২০১৮

ভারতের কিংবদন্তী গায়ক কিশোর কুমারের পৈতৃক বাড়ি বিক্রি করা হয়েছে। বাড়িটি কিশোর কুমারের দাদা অপর কিংবদন্তী নায়ক অশোক কুমার ও অনুপ কুমারেরও। জানা গেছে, খাণ্ডোয়ারই এক ব্যবসায়ী বাড়িটি কিনে নিয়েছেন।

ভারতের মধ্যপ্রদেশের খাণ্ডোয়াতে কিশোর কুমারের পৈতৃক বাড়িটি ‘গাঙ্গুলি ভবন’ এর আগে স্থানীয় পৌরসভা ভেঙে ফেলার নোটিশ দিয়েছিল। কিন্তু বিষয়টি নিয়ে বিতর্ক ওঠায় পরে বাড়িটি সংরক্ষণ করা হবে বলে জানানো হয়।

১৯২৯ সালে কিশোর কুমার মধ্যপ্রদেশের খাণ্ডোয়াতে এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা কুঞ্জলাল গাঙ্গুলি ছিলেন একজন আইনজীবী। মায়ের নাম গৌরী দেবী। চার ভাই বোনের মধ্যে কিশোর ছিলেন সর্বকনিষ্ঠ।

শুধু কিশোর কুমার নন, তার বড় দাদা তথা প্রয়াত অপর কিংবদন্তি নায়ক অশোক কুমারের শৈশব কেটেছে খাণ্ডোয়ার এ গাঙ্গুলি হাউসে। বলিউডের সফল অভিনেতা ছিলেন তিনি। পরিচিত ছিলেন দাদামনি নামেই। এছাড়া এ বাড়িতেই শৈশব কেটেছে কিশোর কুমারের আরেক দাদা অভিনেতা অনুপ কুমারের।

আরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।