কুষ্টিয়ায় বাস-ট্রাক সংঘর্ষে ২ জন নিহত


প্রকাশিত: ০৬:১৮ এএম, ৩১ জুলাই ২০১৫
প্রতীকী ছবি

কুষ্টিয়া শহরতলীর চৌড়হাস ফুলতলায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের ১৫ যাত্রী আহত হয়েছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল পৌনে দশটার দিকে কুষ্টিয়ার মজমপুরগেট থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি গড়াই পরিবহন চৌড়হাস ফুলতলায় পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক রং রূটে গিয়ে বাসটিকে সামনে থেকে ধাক্কা দেয়।

এতে ট্রাকের অ্যাঙ্গেল বিদ্ধ হয়ে বাসের ভেতরেই চালক ইসলাম (৪৫) ও যাত্রী মজিবর রহমান মোয়াজ্জেম (৫৫) নিহত হন। নিহত বাস চালক ইসলামের বাড়ী ঝিনাইদহের শৈলকূপায় আর যাত্রী মজিবর রহমান মোয়াজ্জেমের বাড়ি কুষ্টিয়ার কমলাপুরে।

খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাকসহ তার চালক ও হেলপারকে আটক করে থানায় নিয়েছেন। উপপরিচালক (এসআই) আলিম জাগো নিউজকে জানান, আহতদের মধ্যে গুরুতর চারজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ময়নাতদন্তের জন্য মরদেহ একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আল-মামুন সাগর/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।