জুহির মিথ্যা কথায় আমির খানের ক্ষোভ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ১৭ মে ২০১৮

‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবি দিয়ে বলিউডে উজ্জ্বল ভবিষ্যতের কথা জানান দিয়েছিলেন আমির খান ও জুহি চাওলা। সেই ছবির ৩০ বছর পূর্তি উপলক্ষ্যে সম্প্রতি মুম্বাইয়ের একটি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন আমির খান।

ছবির পরিচালক মনসুর খান থেকে শুরু করে সকলেই উপস্থিত ছিলেন। কিন্তু ছবির নায়িকা জুহি-ই আসেননি। ছবি শুরুর আগে জুহির পাঠানো একটি ভিডিও মেসেজ সকলকে দেখানো হয়। সেই অনুষ্ঠানে জুহির অভিনয় নিয়ে দারুণ প্রশংসা করেন। তিনি বলেন, ‘আজকের এই আসরে জুহিকে ভীষণ মিস করছি। কিন্তু এতদিন পর বড় পর্দায় যখন ‘কেয়ামত সে কেয়ামত তক’ দেখলাম, তখন আবার একটা কথা মনে হল। জুহি আমার চেয়ে অনেক ভাল অভিনয় করেছিল আর আমি কত খারাপ অভিনেতা ছিলাম!’

আমির জেনেছিলেন দেশের বাইরে ছিলেন জুহি, তাই অনুষ্ঠানে আসতে পারেননি। কিন্তু পরে জানতে পারলেন তিনি দেশেই রয়েছেন এবং তার দল কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ দেখতে মাঠেও গিয়েছিলেন। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আমির। তিনি বলেন, ‘জুহি আমাকে বলেছে, ও বিদেশে কোনো কাজে যাচ্ছে। কিন্তু এখন দেখছি, জুহি আমাকে মিথ্যা বলেছে! এটা আমাকে আহত করেছে।’

খোঁজ করে জানা গেল, আমির-জুহি জুটির শীতর সম্পর্কের সূত্রপাত ‘ইশক’ ছবির সেটে। একদিন আমির মজা করে জুহিকে কিছু একটা বলেন। হামেশাই তারা এমন খুনসুটি করতেন। কিন্তু সেই দিন কোনো কারণে জুহি প্রচণ্ড রেগে যান এবং আমিরকে কটু কথা শোনান। অপমানিত আমির কথা বন্ধ করে দেন জুহির সঙ্গে। দিন কয়েক পর জুহি ব্যাপারটা বুঝতে পেরে মিটমাট করতে চাইলেও, আমির তা করেননি। শাহরুখ খানও এই সম্পর্ক ঠিক করে দিতে চাইলেন। আমির রাজি হননি জুহির মুখোমুখি হতে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।