অভিযোগের ৭০ শতাংশই আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ৩০ জুলাই ২০১৫

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, জাতীয় মানবাধিকার কমিশনে যেসব অভিযোগ আসে তার ৭০ শতাংশের বেশি অভিযোগ আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে। আইন-শৃঙ্খলা বাহিনীর দ্বারা সাধারণ মানুষ যেভাবে নিগৃহীত হচ্ছে তা এখনই প্রশমিত করা না গেলে ভবিষ্যতে মারাত্মক আকার ধারণ করবে।

বৃহস্পতিবার সিরডাপ মিলনায়তনে আইন ও সালিশ কেন্দ্র  (আসক) আয়োজিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাসস্থানের অধিকার, শিক্ষার অধিকার ও ন্যায়বিচার প্রাপ্তির গুরুত্ব শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

বিচার প্রক্রিয়ায় মামলার জট প্রসঙ্গে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, বর্তমানে মামলায় যে জট তৈরি হয়েছে সেটা দূর করতে কত সময় লাগবে তা নিয়ে গবেষণা করতে হবে। জট দূর করতে দরকারে বিদেশ থেকে বিচারক নিয়ে আসতে হবে।

এ সময় উকিলদের মধ্য থেকেও বিচারক নিয়োগের পরামর্শ দেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান।

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ড. সুলতানা কামাল, মানবাধিকারকর্মী হামিদা হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি জহিরুল আলম, বিচার প্রশাসন বিভাগের সিনিয়র সহকারী সেক্রেটারি খাদেমুল কায়েস প্রমুখ এ সময় সেমিনারে উপস্থিত ছিলেন।

আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।