বিয়ের সাজে দারুণ জয়া!

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৮ পিএম, ১৪ মে ২০১৮
ছবি : মাহবুব আলম

মাথায় টায়রা, কানে ভারি দুল, নাকে নথ,গলায় নান্দনিক মালা, দুই হাত ভরা নানা রঙের চুড়ি। লাল জাকজমক বাহারি শাড়ি পড়ে টুকটুকে লাল বধু বেশে হাজির হয়েছিলেন বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। শুধু সিনেমায় নয়, মডেলিংয়েও অনেক এগিয়ে এই অভিনেত্রী। তার এই সাজ কোনো সিনেমার জন্য না। এক বিশেষ ফ্যাশন শো'র আয়োজনে পাওয়া গেলো অন্যরকম এক জয়া আহসানকে।

রোববার রাত ৮টায় গুলশান ১ এ প্রেম কালেকশনের নিজশ্ব শো রুমে ফ্যাশন শোতে বিয়ের শাড়ি পরে ক্যাটওয়াক করেছেন জয়া। জয়ার পরেছিলেন বিশ্বের দীর্ঘতম ৪০০ মিটার এক সেলাইয়ের লেহেঙ্গা শাড়ি। পুরো ফ্যাশন শো মোট ৩টি কিউতে নানা ধরনের পোশাক তুলে ধরেন ব্রডকাস্টার স্টপাররা। জয়া আহসান ছাড়াও এতে প্রেমস কালেকশনের আরামদায়ক পাঞ্জাবি, এক্সক্লুসিভ সেলওয়ার কামিজ পড়ে হেঁটেছেন আরও কয়েকজন মডেল।

JOYA2

অতিথি হয়ে অনুষ্ঠানটি উপভোগ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। পুরো ফ্যাশন শো এবং অনুষ্ঠান উপভোগ করতে উপস্থিত ছিলেন হর্ষবর্ধন শ্রিংলা ছাড়াও ডায়মন্ড ওয়ার্ল্ড এর প্রধান দিলিপ কুমার আওয়ারওয়াল ও বেশ কজন গণমাধ্যম ব্যক্তিত্ব।

উল্লেখ্য, জয়া আহসান বর্তমানে ব্যস্ত ‘দেবী’ সিনেমার পোস্ট প্রোডাকশন্স নিয়ে। জানালেন, দেবী’র পোস্ট প্রোডাকশনে বেশি সময় দেওয়ার কারণে ঈদের খুব বেশি অনুষ্ঠানে পাওয়া যাবে না তাকে। সিনেমাটির ডাবিং এবং অন্যান্য কাজ চলছে। ঈদের পরে ছবিটি মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন জয়া আহসান।

এমএবি/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।