মা দিবসের নাটকে জোভান-মেহজাবীন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:২১ পিএম, ১২ মে ২০১৮

সুমন ও সুমনের মা এই শহরে নতুন। সুমন এই শহরে দামি প্রাইভেট ভার্সিটিতে স্কলারশিপে ভর্তি হয়, কিন্তু সুমন আধুনিকতার সাথে তাল মিলিয়ে চলতে পারে না। ভার্সিটিতে তাই সবাই সুমনকে নিয়ে মজা করে। এদিকে অর্পা ভার্সিটিতে সুমনের পাশে দাঁড়ায়। সুমনের মা সেলাই করে সংসার চালায়, অভাবে দিন কাটে তাদের। এদিকে আধুনিক হতে সুমন মায়ের কাছে আবদার করে মোবাইল, বাইক।

ছেলের আবদার পূরণের জন্য মানুষের কাছে টাকা ধার ও সাহায্য চায় মা। শেষ পর্যন্ত এক অফিসে কাজের বুয়ার চাকরি পায় সুমনের মা। নানান ঘটনার মুখোমুখি হয়ে সুমনের মা অ্যাক্সিডেন্টে মারা যায়। মাকে হারিয়ে সুমন একা হয়ে পড়ে। সিদ্ধান্ত নেয়এই শহরে আর থাকবে না। বিশ্ব মা দিবস উপলক্ষে এমন গল্প নিয়েই তৈরি হয়েছে বিশেষ নাটক ‘এই শহরটা আমার জন্য না’।

জাকির হোসেন উজ্জ্বল-এর চিত্রনাট্য এবং রিদম খান শাহীন-এর গল্প ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, জোভান, শায়লা ইসলাম, আবদুর রহমান প্রমুখ। আরটিভিতে নাটকটি প্রচারিত হবে রোববার রাত ৮ টায়।

এমএবি/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।