রাজ-শুভশ্রীর বিয়েতে দুপুরের খাবারে যা ছিল

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১১ মে ২০১৮

সাত পাকে বাঁধা পড়ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী। ভারতের দক্ষিণ ২৪ পরগনার বাওয়ালি রাজবাড়িতে রাজ-শুভশ্রীর বিয়ের আসর।

যদিও বিয়ের আগে থেকেই ককটেল পার্টি দিয়ে শুরু হয় সেলিব্রেশন। এরপর আইবুড়ো ভাত, মেহেন্দি, মেহেন্দি পার্টি, গায়ে হলুদ, সবকিছুতেই দেখা পাওয়া যায় উচ্ছ্বল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। রাজকেও দেখা যায় হাসি মুখে। সবকিছু মিলিয়ে রাজ-শুভশ্রীর বিয়ে নিয়ে সরগরম পেজ থ্রি-র পাতা। কিন্তু, মূল পর্বের অনুষ্ঠান শুরু হওয়ার আগে রাজ-শুভশ্রীর বিয়ের দুপুরের খাবারের মেনু দেখেছেন। জানেন আজ সেখানে কি কি ছিল!

Menu

দুপুরের খাবারের মেনু...

গন্ধরাজ ঘোল দিয়ে শুরু হয় দুপুরের খাবার। এরপর একে একে আসে ফ্রেশ গ্রিন স্যালাড, সাদা ভাত, গন্ধরাজ লেবু, লঙ্কা, শাক ভাজা, চিংড়ি বাটা, আম আদা মুগডাল, পোস্ত নারকেল বড়া, মৌরলা মাছের পেয়াজি অথবা ভেজ কাটলেট, ভেটকি পাতুরি অথবা ছানার কালিয়া, কাঁচা লঙ্কা ধনে পাতা মুরগি অথবা ধোকার ডালনা ,খেজুর আমসত্ত্ব চাটনি, সবুর পাপড়, তোতা পুলি এবং মিষ্টি দই।

জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।