অ্যাভেঞ্জার্সের আয়ের রেকর্ড চলছেই

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬:৩১ পিএম, ১০ মে ২০১৮

মুক্তির পর থেকেই বিশ্ব বাজারে বাজিমাত করে চলেছে হলিউডের ছবি ‘অ্যাভেঞ্জার্স : ইনফিনিটি ওয়ার’। ব্যবিসায়িক সাফল্যে এটি পেছনে ফেলেছে অনেক সুপারহিট ছবির রেকর্ডেকে। সেখানে যোগ হলো, ভারতের বাজারে ২০০ কোটি রুপিরও বেশি আয় করা হলিউডের প্রথম সিনেমা হিসেবে।

তারকা বহুল সিনেমাটি মুক্তির দ্বিতীয় সপ্তাহে এই মাইলফলক স্পর্শ করেছে। মুক্তির ১৩তম দিনে এই ছবিটি ভারতের বাজারে আয় করেছে ৩ দশমিক ৮০ কোটি রুপি। সবমিলিয়ে সুপার মারভেল মুভিটির আয় দাঁড়িয়েছে ২০০ দশমিক ৩৯ কোটি রুপি। এই আয় ৩০০ কোটি রুপিকেও ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে ছবিটি বিশ্ব বাজারে চলচ্চিত্রের ইতিহাসে দ্রুততম ১ বিলিয়ন ডলার আয়ের বিশ্বরেকর্ড গড়েছে।

অ্যান্তোনি রুশো ও জো রুশো পরিচালিত সিনেমাটি গত ২৩ এপ্রিল লস অ্যাঞ্জেলেসে মুক্তি পায়। ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে ৩০০-৪০০ মিলিয়ন ডলার।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।