রিয়াজ-ভাবনার ভালবাসার চাদর
পারিবারিক চাপে বিয়ে করতে বাধ্য হয় শিহাব আর শান্তা। একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে শিহাব। অফিসের বস রায়হান সাহেব শুরু থেকেই পছন্দ করেন শিহাবকে। শান্তা তারই মেয়ে। তার পক্ষ থেকে যখন প্রস্তাবটা আসে ফিরিয়ে দেয়ার কোনো উপায় থাকে না। অন্যদিকে শান্তা খুবই আধুনিক, উচ্চাভিলাষী এবং একরোখা টাইপের মেয়ে। বাবার পছন্দে শিহাবকে বিয়ে করলেও সে আসলে এখনই বিয়ে করতে চায়নি।
শান্তা চেয়েছিল সে নিজের মতো করে পছন্দ করে কাউকে বিয়ে করবে। শিহাবকে তার সেরকম স্মার্ট বা আধুনিক মনে হয়নি। পছন্দও হয়নি। তাই বাসর রাতেই স্বামীকে জানিয়ে দিয়ে স্পষ্ট বলে দেয়, ওর পক্ষে শিহাবের সাথে সংসার করা সম্ভব না। শিহাব যেন ওকে ডিভোর্স দিয়ে দেয়। তারপর কী হয়? দেখা যাবে ‘ভালোবাসার চাদর’ নামের একটি নাটকে।
জাকির হোসেন উজ্জ্বল-এর রচনা ও নোমান খান-এর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রিয়াজ, ভাবনা, হাসান ইমাম প্রমুখ। আরটিভিতে ফ্রাইডে নাইট স্পেশাল ড্রামা হিসেবে শুক্রবার (১১ মে) রাত ৮টায় প্রচারিত হবে নাটকটি।
এমএবি/এলএ/জেআইএম