পর্দায় চিরসবুজ রবীন্দ্রনাথের নায়িকারা
কেউ প্রেমিকা, কেউ স্ত্রী, কেউ প্রতারণায় পারদর্শি। কেউ আবার জনদনরদি সমাজসেবিকা হিসেবে ধরা দিয়েছেন। কেউ সমাজ সংস্কারক হিসেবেও রবীন্দ্রনাথের সাহিত্যে হাজির হয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিটি গল্প-উপন্যাসে নারী চরিত্রগুলো বাঙালির চিরচেনা, চিরসবুজ।
ব্যক্তিজীবনের পাশাপাশি পরিবার-সমাজ-ধর্ম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে রবীন্দ্রনাথ তার কবিতা, গল্প, উপন্যাস কিংবা নাটকে নারীদের বাস্তবচিত্র তুলে ধরতে সক্ষম হয়েছেন। কবিগুরুর গল্প এবং উপন্যাসকে কালে কালে এ উপমহাদেশের নির্মাতারা মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে নানাভাবে তুলে ধরেছেন। আমাদের দেশেও হয়েছে এসবের সফল মঞ্চায়ন-চরিত্রায়ন।
রবীন্দ্রনাথের অনেক চরিত্রগুলোর মধ্যে ‘রক্তকরবী’র নন্দিনী অন্যতম একটি। মঞ্চ নাটকে এ চরিত্রে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন নন্দিত অভিনেত্রী অপি করিম, নূনা আফরোজ। অপিকে এই চরিত্রে টিভিতেও মুগ্ধতা ছড়াতে দেখা গেছে। শেষের কবিতা নামের উপন্যাসে ‘লাবন্য’ চরিত্রে গেল দুই বছর আগে একটি ধারাবাহিকে অভিনয় করে প্রসংসিত হয়েছেন নুনা আফরোজ।
টেলিভিশনের পর্দায় রবীন্দ্রনাথের ছোটগল্প এবং উপন্যাসের জনপ্রিয় চরিত্রগুলোতে অভিনয় করে অনেকেই আজ প্রতিষ্ঠিত অভিনেত্রী।
আজকাল অভিনয়ের পরিপক্কতার অভাবে অভিনেত্রীরা রবীন্দ্র সাহিত্য এড়িয়ে চললেও আশি-নব্বই দশকে প্রত্যেক অভিনেত্রী রবীন্দ্রসৃষ্ট নায়িকা চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে থাকতেন। শান্তা ইসলাম, সুবর্ণা মুস্তাফা, বিপাশা হায়াত, মৌ, তারিন, শমী কায়সার, অপি করিম, রিচি সোলায়মান রবীন্দ্রনাথের নায়িকা হয়ে টিভি পর্দায় এসেছেন বহুবার। তাদের অভিনীত চরিত্রগুলো দর্শক হৃদয়ে ঠাঁই পেয়েছিল।
রবীন্দ্রসাহিত্য নিয়ে বড় পর্দায় নির্মিত হয়েছিল ছবি ‘শুভা’। চাষী নজরুল ইসলাম পরিচালিত এ ছবির শুভা চরিত্রে অভিনয় করেছিলেন পূর্ণিমা। ওই সময় ছবিটি বেশ প্রশংসিত হয়েছিল। তিনি রবি ঠাকুরের ‘শাস্তি’ ছবিতেও অভিনয় করেছিলেন। সেখানে চন্দরা চরিত্রে পূর্ণিমা ছিলেন দুর্দান্ত।
নতুন প্রজন্মের অভিনেত্রী লাক্স সুন্দরী বিন্দু ক্যারিয়ারে বেশ কয়েকবার রবীন্দ্র গল্পের নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। ছোটগল্প ‘দেনা-পাওনা’ অবলম্বনে ‘নিরুপমা’ টেলিছবিতে অভিনয় করে বিন্দু বেশ প্রশংসিত হয়েছিলেন। জ্যোতিকা জ্যোতি ‘দান প্রতিদান’, হৈমন্তী চরিত্রে ফারজানা চুমকি প্রশংসিত হয়েছেন। তবে বিটিভির সোনালী দিনে প্রচার হওয়া ‘হৈমন্তী’ নাটকে অপু চরিত্রের মাহফুজ আহমেদের বিপরীতে হৈমন্তী চরিত্রে তনিমা হামিদ ছিলেন অনবদ্য।
এছাড়াও রবীন্দ্র নায়িকা চরিত্রে অভিনয় করে এরই মধ্যে যারা দর্শকনন্দিত হয়েছেন, তাদের মধ্যে রয়েছেন সুবর্ণা মুস্তাফা (শোভা), জয়া আহসান (বিভা), মৌসুমী নাগ (গিরিবালা ও বিন্দু), তানভীর সুইটি (বড় বউ)। হালের নাটকগুলোতে শশী (মনোরমা), স্বাগতা (অপরাজিতা), মিম (মহামায়া), তিশা (চারুলতা, নন্দিনী, কৃষ্ণকলি), তারিন (বিনোদিনী), চাঁদনী (আশালতা), ঈশানা (নন্দিনী), মম (কল্যাণী), নাদিয়া আহমেদ (কাদম্বরী), মৌটুসী বিশ্বাস (বোষ্টমী), সাবিলা নূর (মৃন্ময়ী) চরিত্রে দর্শকের মন মাতিয়েছেন।
প্রতিবারের ধারাবাহিকতায় এবারেও ২৫ বৈশাখ, কবিগুরুর জন্ম দিবসে তার সাহিত্য নিয়ে বেশ কিছু নাটক নির্মিত হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প ‘মধ্যবর্তিনী’ অবলম্বনে মাসুদ হাসানের চিত্রনাট্য ও শুভ্র আহমেদের পরিচালনায় মাছরাঙা টিভিতে সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘মাঝের মানুষ’। এখানে হরসুন্দরী চরিত্রে অভিনয় করেছেন রোজি সেলিম। একই গল্প নিয়ে নির্মিত নাটক আরটিভিতেও প্রচার হবে রাত ৮টায়। এখানে হরসুন্দরী চরিত্রে তারিন জাহান এবং উর্মিলা শ্রাবন্তী কর অভিনয় করেছেন শৈলবালা চরিত্রে।
আজ রাতে একুশে টিভিতে রবীন্দ্রনাথের ‘প্রতিবেশিনী’ গল্প অবলম্বনে নির্মিত নাটকে নাম ভূমিকায় হাজির হবেন প্রভা। বিধবা চরিত্রে প্রভাকে এই নাটকে ফুটিয়ে তুলেছেন শ্রাবনী ফেরদৌস।
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প অবলম্বনে নির্মিত ‘দালিয়া’ নাটকে শাহজাদী আমিনা চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। এটি বাংলাভিশনে প্রচার হবে মঙ্গলবার রাত ৯টা ৫ মিনিটে। এটিএন বাংলায় আজ রাত ৯টায় প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ফাঁকি কবিতা অবলম্বনে বিশেষ নাটক ‘ফাঁকি’। নাট্যরুপ ও পরিচালনা অঞ্জন আইচ। এতে বেনু চরিত্রে অভিনয় করেছন অপর্ণা ঘোষ। মাছরাঙায় দুপুর ৩টা ৩০ মিনিটে শ্রাবনী ফেরদৌসের পরিচালনায় প্রচার হবে ‘সমাপ্তি’। এখানে মৃন্ময়ী চরিত্রে দেখা যাবে সাবিলা নূরকে।
এলএ/জেআইএম