নাটকের নাম ভালোবাসা আজকাল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫২ পিএম, ০৫ মে ২০১৮

আশা ও ভালবাসা নিয়ে শুরু হয় বিবাহিত জীবন, শুরু হয় নতুন জীবনের গল্প। সংসারে ঘটে নানা ঘটনা। এসব ঘটনাকে ঘিরে মনের ক্যানভাসে বিছিন্ন্ চিত্রপট গুলো কখনো হয় মেঘ আবার কখনো বা ঝড়ো বেগ। এমনই-ভাব ভালোবাসার গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ভালোবাসা আজকাল’।

হাবিব সকাল রচিত নাটকটি পরিচালনা করেছেন তুষার খান। নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান ও নাদিয়া আহমেদ। এরই মধ্যে নাটকটির শুটিংও শেষ হয়েছে। নাটকটিতে ফুটে উঠবে এক নব দম্পতির গল্প।

নাটকটিতে আরও অভিনয় করেছেন তানভীর কিবরিয়া, খায়রুল আলম টিপু, তানহা সরকার প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, আসছে ঈদুল ফিতরে ঈদের বিশেষ নাটক হিসেবে কোনো একটি টিভি চ্যানেলে প্রচারিত হবে নাটক ‘ভালোবাসা আজকাল’।

এমএবি/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।