কলকাতায় নচিকেতার সঙ্গে গাইবেন শাওন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:১০ পিএম, ০৫ মে ২০১৮

কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে এর আগে বিভিন্ন দেশেই গান করেছেন নাট্যকার , নির্মাতা গায়িকা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এবার তারই ধারাবাহিকতায় আজ সন্ধ্যায় কলকাতায় গাইবেন তিনি। তার সাথে থাকবেন কলকাতার জনপ্রিয় কন্ঠশিল্পী নচিকেতা। সুরমঞ্জরী নিবেদিত হুমায়ূন আহমেদ স্মরণে কলকাতার রবীন্দ্র সদনে আজ শনিবার সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 'দুই বাংলার গান'। এমন অনুষ্ঠানে আজ স্টেজ মাতাবেন নচিকেতা ও শাওন।

মেহের আফরোজ শাওন বলেন, ‘নচিকেতা আমার শৈশব কৈশোরের প্রেম। ক্লাস সেভেন এইটে যখন পড়তাম তখন থেকে তার গান গান শুনতাম। তার প্রায় সব গানই মুখস্ত করেছিলাম তখন। কখনো ভাবিনি তার সাথে একই স্টেজে গান গাইবো। আজ যেনো সে স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।’

উল্লেখ্য, ছোটবেলা থেকেই গানের সাথে জড়িত শাওন। অভিনয়,নির্মাণের সাথে থাকলেও পাশাপাশি গানেই নিয়োজিত রাখতেন নিজেকে। সর্বশেষ কিছুদিন আগে শাহরিয়াজ নাজিম জয়ের 'পাপ কাহিনী' ছবির 'আহারে' শিরেনামে একটি গানে প্লে-ব্যাক করেন তিনি।

আইএন/এমএবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।