আরিফিন শুভ’র মানবিক আহ্বান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:২১ পিএম, ৩০ এপ্রিল ২০১৮

ঢাকাই সিনেমার এই সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভকে সচরাচর ফেসবুক লাইভে দেখা যায় না। সোমবার দুপুরের আগে হঠাৎ করে ফেসবুক লাইভে এসেছিলেন তিনি। তার সাথে ছিল এক ঝাঁক স্পেশাল চাইল্ড। পিএএফটিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের আয়োজনে গুলশান ১ এ একটি ক্যাফের উদ্ধোধন করেছেন তিনি। সেখান থেকেই ফেসবুক লাইভে আসেন এ অভিনেতা। লাইভ থেকেই শুভ জানিয়েছেন এক মানবিক আহ্বান।

পাশে থাকা স্পেশাল চাইল্ডদের দেখিয়ে আরিফিন শুভ বলেন,‘ স্বপ্নর আউটলেটের একটি ক্যাফেতে স্পেশাল চাইন্ডদের অনুষ্ঠানে এসেছি। এখানে অনেকগুলো বেকারি আইটেম আছে এগুলো সব তারা বানিয়েয়েছে। ওপেন কিচেনটির নাম
অ্যাঞ্জেল শেপ। আমি হুট করে লাইভে আসলাম কারণ, আমার কাছে অনেক ভালো লেগেছে তাদের উদ্যোগ।’

শুভ আরও বলেন,‘অনেকেই জানেন, দেশের বাইরে স্পেশাল অ্যাবিলিটি নিয়ে যারা জন্মগ্রহন করে তাদেরকে কিভাবে সমাজের অন্যান্য মানুষের সাথে স্বাভাবিক জীবন যাপনের একটা সুযোগ করে দেওয়া হয়। একটা পরিবারে যখন একজন জিজেবল (স্পেশাল চাইল্ড) থাকে তারাই জানে, সামাজিক ভাবে পারিবারিক ভাবে তাদের জীবন কতোটা আলাদা হয়। আমরা কথা হলো আমার পরিবারে যতখন না এমন কেউ আসছে ততক্ষণ কেনো আমি এদের গুরুত্ব বুঝবো না! এদের কেনো আমি আলাদা করে দেখবো ? আমি অন্তরের অন্তস্থল থেকে বলছি, আসুন আমরা তাদের সাথে এমন ভাবে মিশি, তাদের পাশে দাঁড়াই যাতে তাদেরকে আর কেউ জিজেবল না বলে।

গুলশান ১ এর স্বপ্নের এই আউটলেটে এসে স্পেশাল চাইল্ডদের বানানো খাবার খেতে সবাইকে উৎসাহিত করেন শুভ। তিনি বললেন,‘ আমিও ট্রাই করবো। অ্যাঞ্জেল শেফদের খাবার আপনাদেরও অনেক ভালো লাগবে।’

এমএবি/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।