খুলনায় ভুয়া র‌্যাব আটক


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ২৯ জুলাই ২০১৫

র‌্যাবে চাকরি দেয়ার কথা বলে উৎকোচ নেওয়ার সময় শেখ ইকবাল কবির ওরফে সবুজ (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক শেখ ইকবাল কবির বাগেরহাটের পশ্চিম সায়রা গ্রামের শেখ আব্দুস সালামের ছেলে।

বুধবার দুপুরে র‌্যাব-৬ এর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার, সিপিসি-১ ও র‌্যাব-৬ এর লে. কমান্ডার এম. মাহ্ফুজুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট শহরের গোবরদিয়া মধ্যপাড়ার মনির হোসেনের বাড়ি থেকে তাকে আটক করা হয়। ইকবাল মোড়লগঞ্জের পোলেরহাট কচুবুনিয়ার মো. হোসেন আলীর ছেলে ইমদাদুল হককে চাকরি দেয়ার কথা বলে কয়েক ধাপে ৬২,০০০ টাকা উৎকোচ গ্রহণ করে।

মঙ্গলবার পুনরায় ১০,০০০ টাকা নেওয়ার জন্য ইকবাল কবির এসেছিলো। এ সংবাদের ভিত্তিতে র‌্যাবের টহলদল অভিযান চালিয়ে তাকে আটক করে।

তিনি আরো জানান, ভুয়া র‌্যাব সদস্যকে জিজ্ঞাসাবাদ করলে তিনি একেক সময় একেক ধরনের কথাবার্তা বলেন। ইকবালকে বাগেরহাট সদর থানায় হস্তান্তরের পর মামলা করা হবে।

আলমগীর হান্নান/এআরএ/আরআইপি

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।