মুক্তির আগেই অ্যাভেঞ্জার্সের টিকিট পেতে দীর্ঘ লাইন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:১১ পিএম, ২৬ এপ্রিল ২০১৮

‘আমি স্টার সিনেপ্লেক্সে ১৪ বছর ধরে কাজ করছি। আমার ক্যারিয়ারে এমন চমক জাগানিয়া ঘটনা এর আগে কখনো দেখিনি। কোনো ঈদ নেই, উৎসব নেই অথচ সিনেমার টিকিট পেতে গতকাল বুধবার থেকেই দীর্ঘ লাইন। স্টার সিনেপ্লেক্সের টিকিট কাউন্টার থেকে সেই লাইন বসুন্ধরা সিটির সামনে রাস্তা পর্যন্ত গিয়ে ঠেকেছে। এটা সত্যিই দারুণ একটা ব্যাপার। এদেশে যে হলিউডের ভালো ছবির প্রচুর চাহিদা আছে সেটারই প্রমাণ দিলো ‘অ্যাভেঞ্জার্স’। - এভাবেই বলছিলেন স্টার সিনেপ্লেক্সের কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ।

আগামীকাল শুক্রবার (২৭ এপ্রিল) বিশ্বজুেড়ে মুক্তি পাচ্ছে মার্ভেল কমিকসের সব সুপারহিরোদের নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘অ্যাভেঞ্জার্স’। একইদিনে ছবিটি মুক্তি পাচ্ছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও। ছবিটিকে ঘিরে সুপারহিরোদের ভক্তদের উন্মাদনার শেষ নেই। তারই প্রমাণ মিললো মুক্তির আগেই ছবির টিকিট পেতে দীর্ঘ লাইনে।

মেসবাহ জাগো নিউজকে জানান, ‘দর্শকের চাহিদা দেখে প্রতিদিন ১৩টি করে শো চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবুও আগামী দুইদিনের টিকিট শেষ হয়ে গেছে। শুক্রবার ও শনিবারের কোনো টিকিট নেই। বাইরে দর্শকের লাইন বাড়ছেই। দর্শকের এই সাড়ায় আমরা একেবারেই অভিভূত।’

এর আগে মুক্তি পাওয়া অ্যাভেঞ্জার্স সিরিজের ছবিগুলোর ব্যাপক সাফল্য এ ছবির আকাঙ্খা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। সিরিজের নতুন ছবির জন্য দর্শকরা কতটা মুুখিয়ে আছেন তা আঁচ করা যায় ছবির ট্রেলার প্রকাশের পর। অনলাইনে এর ট্রেলার দেখতে রীতমত হুমড়ি খেয়ে পড়েছে সারাবিশ্বের ভক্তরা। তৈরি করে ফেলেছেন ইতিহাসও। কম সময়ে সর্বকালের সবচেয়ে বেশিবার দেখা ট্রেলারের রেকর্ড ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ ছবির দখলে।

ছবির অভিনেতা হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা রবার্ট ডাউনি জুনিয়র (আয়রন ম্যান), টম হল্যান্ড (স্পাইডার-ম্যান), ক্রিস প্রাটসহ কলাকুশলীরা নিজেদের সামাজিক যোগাযোগের অ্যাকাউন্টে ইউটিউব লিংকটি শেয়ার করেছেন। ছবিটিতে আরও অভিনয় করেছেন স্কারলেট জোহানসন (ব্ল্যাক উইডো), মার্ক রাফালো (হাল্ক), ক্রিস ইভান্স (ক্যাপ্টেন আমেরিকা), জেরেমি রেনার (হাউকি), এলিজাবেথ ওলসেন, অ্যান্থনি ম্যাকি, পল রুড (অ্যান্ট-ম্যান), জোয়ি স্যালডানা, ডেভ বাউটিস্টা, পম ক্লেমেনটিয়েফম, বেনেডিক্ট কাম্বারব্যাচ (ডক্টর স্ট্রেঞ্জ), চ্যাডউইক বোসম্যান (ব্ল্যাক প্যান্থার), টম হিডেলস্টন (লকি), সেবাস্তিয়ান স্ট্যান, পিটার পিঙ্কলেজ, জশ ব্রোলিনসহ অনেকে।

যৌথভাবে ছবিটি পরিচালনা করেছেন দুই ভাই জো রুশো ও অ্যান্থনি রুশো। তারা এর আগে ‘ক্যাপ্টেন আমেরিকা’ সিরিজের দুটি ছবি পরিচালনা করেন। দুই ভাই জানিয়েছেন, ২০০৮ সালে ‘আয়রন ম্যান’ ছবির মাধ্যমে যে গল্প শুরু হয়েছিল, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’-এর মাধ্যমে এর সমাপ্তি হবে। আর এজনই ছবিটিকে ঘিরে দর্শকদের কৌতুহলের মাত্রাটা একটু বেশি।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।