ভারতে ফিরে আসছে কোহিনূর!


প্রকাশিত: ০৫:১৯ পিএম, ২৮ জুলাই ২০১৫

এক সময় পৃথিবীর সবচেয়ে বড় হীরা ছিল ‘কোহিনূর’, এটি বর্তমানে ব্রিটিশ মিউজিয়ামে রয়েছে। প্রায় দুইশ` বছর আগে ব্রিটিশরা এটি ভারতবর্ষ থেকে নিয়ে গিয়েছিল। এখন সেটিই ফিরিয়ে আনার দাবি উঠেছে। দাবি তুলেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য কিথ ভাজ।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন লন্ডনে। নভেম্বরে যাবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মাঝেই মঙ্গলবার এই দাবি তুললেন ভাজ। সোমবারই অক্সফোর্ডে এক ভাষণে কংগ্রেস সাংসদ শশী তারুর দুইশ` বছরের ব্রিটিশ শোষণকে কড়ায়গণ্ডায় শুধরে দিতে বলেছিলেন। তার পরেই কিথের এই দাবি।

শশীর যুক্তির সঙ্গে একমত কিথ। তবে এখন আর্থিক মাপকাঠিতে ঋণ ফেরত দেয়া সম্ভব নয়। তাই স্মারক হিসেবে কোহিনূর ফিরিয়ে দেয়ার দাবি তুলেছেন কিথ। নরেন্দ্র মোদির সফরের সময়েই তা হলে খুব ভালো হয় বলে মত কিথের। তবে কোহিনূর এখন ব্রিটেনের রানির মুকুটে শোভা পাচ্ছে।

কোহিনূর। এই হীরার পেছনে আছে অনেক ইতিহাস, পুরাণকথা আর লোককথা। প্রাচীন সংস্কৃত সাহিত্যে কোহিনূর হীরার উল্লেখ পাওয়া যায়। এ থেকে অনেকেই ধারণা করেন, কোহিনূর হীরা আবিষ্কৃত হয় আজ থেকে পাঁচ হাজার বছর আগে। ঐতিহাসিক দলিল মতে, অন্ধ্রপ্রদেশের গোলকুন্ডা নামক স্থানে প্রথম কোহিনূর দেখা পাওয়া যায়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।