রাত্রি দ্বিপ্রহরে নিলয়-অপর্ণা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৪ পিএম, ১৯ এপ্রিল ২০১৮

মাঝরাতের ফ্লাইট মিস করে বাসায় ফিরতে চায় একটি মেয়ে। কিন্তু কিছুই পায় না। ঢাকার এক বন্ধুকে ফোন করে তাকে নিয়ে যাওয়ার জন্য। ফোনের ব্যাটারিও শেষ হয়ে আসছে। কাছেই একটি পোস্টারে এক আততায়ীর খুঁজে দেয়ার বিজ্ঞাপন।

লেখা খোঁজ দিতে পারলে ১ লক্ষ টাকা পুরস্কার। কিন্তু আততায়ীর মুখের অংশটা ছেঁড়া। দূর থেকে একটি ছেলেকে দেখতে পায়। ছেলেটি বিজ্ঞাপনের মুখের অংশটা ছিঁড়ে ফেলে দিচ্ছে। ভয় জাগে মেয়েটির মনে। তাহলে কি এই ছেলেটার মুখই ছিল পোস্টারে? আশপাশে কেউ নেই। বন্ধু কতক্ষণে আসবে জানে না।

এদিকে মোবাইল বন্ধ হয়ে যায়। এদিকে ছেলেটিও চলে আসে মেয়েটির কাছে। ঘটনা এগিয়ে যেতে থাকে। এমন ঘনঘটা নিয়েই তৈরি হয়েছে একক নাটক ‘রাত্রি দ্বিপ্রহর’। শাহীন সরকার পরিচালিত নাটকটি রচনা করেছেন অরিন্দম গুহ। অভিনয় করেছেন নিলয় আলমগীর, অপর্ণা ঘোষ প্রমুখ।

আরটিভি’র স্যাটারডে নাইট স্পেশাল ড্রামা হিসেবে নাটকটি প্রচারিত হবে ২১ এপ্রিল শনিবার রাত ৮টায়।

এমএবি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।