মুক্তির তৃতীয় সপ্তাহেও চলবে ‘স্বপ্নজাল’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫২ পিএম, ১৮ এপ্রিল ২০১৮

‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের দ্বিতীয় ‘স্বপ্নজাল’ গত ৬ এপ্রিল মুক্তি পায়। পরের সপ্তাহেও বেশ কয়েকটি হলে মুক্তি দেওয়া হয় ইয়াশ রোহান ও পরীমণি অভিনীত ছবিটি। দর্শকদের চাহিদা থাকায় তৃতীয় সপ্তাহেও হলে চলবে ছবিটি। আগামী ২০ এপ্রিল থেকে ১০টি সিনেমা হলে প্রদর্শিত হবে 'স্বপ্নজাল'।

হলগুলো হলো- আলমাস (চট্টগ্রাম),অভিরুচি (বরিশাল),শাহীন (ঢাকা),শ্যামলী (ঢাকা),সাগরিকা (চালা),নন্দিতা (সিলেট),মণিহার(যশোর),লিবার্টি (খুলনা),স্টার সিনাপ্লেক্স (ঢাকা) ও ব্লকবাস্টার (ঢাকা)।

যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি। পরীমনি-ইয়াশ রোহান ছাড়াও এতে অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু এবং মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অর্ণব। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। এরপর কলকাতাসহ দেশের বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ হয়।

এমএবি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।