দেব-রুক্সিণীর কবীর নিয়ে কী বলছেন তারকারা?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৫১ পিএম, ১৬ এপ্রিল ২০১৮

ওপার বাংলার চলচ্চিত্রে ক্রান্তিকাল। বড় বড় সব সুপারস্টারদের সিনেমাগুলো ব্যবসা করতে পারছে না। ভিন্ন ধাঁচের গল্পে অল্প বাজেটের ছবি দিয়ে জয়া আহসান, আবির চ্যাটার্জিরা কিছুটা দর্শক টানতে পারলেও জিৎ-দেব-সোহম-শুভশ্রী-শ্রাবন্তীরা ধুঁকছেন ধারাবাহিকভাবেই।

সেই খরার দিনে যেন শান্তির বৃষ্টি নামালো ‘কবীর’। কলকাতার সুপারস্টার দেব ও তার প্রেমিকা নায়িকা রুক্সিণী জুটির নতুন ছবি এটি। গেল সপ্তাহে মুক্তি পেয়েছে পশ্চিমবাংলার সিনেমা হলগুলোতে। নানা কারণেই ছবিটি নিয়ে আলোচনার শেষ ছিলো না। দর্শকদের আগ্রহেও ছিলো ‘কবীর’।

মুক্তির পরও সেই প্রমাণ মিললো। হলে যাচ্ছেন দর্শক, দেখছেন দেবের ‘কবীর’গিরি। ছবি দেখা শেষে গণমাধ্যমে জানাচ্ছেন ছবিটি নিয়ে উচ্ছ্বসিত অনুভূতি। শুধু তাই নয়, ‘কবীর’ বন্দনায় মেতেছেন টালিগঞ্জের তারকারাও। সেই তালিকায় আছে ‘বুম্বাদা’খ্যাত অভিনেতা প্রসেজনৎ চট্টোপাধ্যায়েরও নাম।

কবীর দেখে টলিউডের বুম্বাদা লিখেছেন, ‘কবীর ভীষণই চ্যালেঞ্জিং, কারেজিয়াস একটা ছবি, আমি দেবের জন্য গর্বিত।’ অভিনেতা জিৎ লিখেছেন, ‘কবীর অনেক মানুষেরই হৃদয় জিতে নেবে আমি নিশ্চিত।’

কিছু ছোটখাটো ভুল, ত্রুটি ছাড়া ‘কবীর’ সত্যিই প্রশংসা পাওয়ার মতই ছবি বলে লিখেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।

কবীর নিয়ে প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী কোয়েল মল্লিক, পরিচালক, প্রযোজক সত্রাজিৎসেন সহ আরও অনেকেই। বোঝাই যাচ্ছে, আগামী বছরের শুরুতে সালতামামির তালিকায় এগিয়ে থাকবে দেব-রুক্সিণীর ‘কবীর’।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।