ইরফান খানকে নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১৬ এপ্রিল ২০১৮

গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বলিউড অভিনেতা ইরফান খান। তার অবস্থার আরও অবনতি হচ্ছে। এমন গুজবের কথা সবার জানা। ইরফানের শারীরিক অসুস্থতা নিয়ে এই ধরণের গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন তার মুখপাত্র। পাশাপাশি অভিনেতার শারীরিক অবস্থা খারাপের খবরও উড়িয়ে দিয়েছেন মুখপাত্র।

ইরফান খান তার অসুস্থতা নিয়ে প্রায় এক মাস আগে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে শেষ টুইট করেছিলেন। ওই সময় তিনি জানিয়েছিলেন, বিরল রোগ নিউরো এন্ডোক্রাইন সিনড্রমে আক্রান্ত। এরপরই লন্ডনে চিকিৎসার জন্য চলে যান। এরপর থেকেই ইরফান খানকে নিয়ে জল্পনা বাড়তে থাকে।

ইরফান খানের মুখপাত্র আরও বলেন, ‘ইরফানের অসুস্থতা সংক্রান্তে যেসব খবর সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে, সেগুলো সবই মিথ্যা। গুজব ছড়াবেন না, ইরফানের হয়ে শুধু প্রার্থনা করুন।।’

এর আগে নিজের অসুস্থতার কথা জানিয়ে ইরফান লিখেছিলেন, ‘অপ্রত্যাশিত কিছু আমাদের বেড়ে উঠতে সাহায্য করে। বিগত কয়েকদিনে সেটাই হচ্ছে। নিউরো এন্ডোক্রাইন টিউমারের চিকিৎসা চলছে, যেটা খুবই কঠিন। কিন্তু, আমার চারপাশে যে ভালোবাসা ও শক্তিরা আছে, তা থেকে আমি আশা দেখছি। এই সফরে আমাকে দেশের বাইরে যেতে হবে। প্রত্যেকের কাছে আমার আহবান সবাই আমার জন্য প্রার্থনা করুন।’

এমএবি/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।