জেমস বন্ড সিরিজের আদ্যোপান্ত
স্কাইফলের পর দীর্ঘ বিরতির পর আবারো আসছে জেমস বন্ডের নতুন ছবি স্পেকটার। বন্ড সিরিজের এই চব্বিশতম পর্বে থাকছে আরো বেশি অ্যাকশন, রহস্য আর বন্ডের সুন্দরী রমণীরা। এ বছরের শেষের দিকে মুক্তি পেতে যাচ্ছে বন্ড সিরিজের স্পেকটার ছবিটি।
চলুন জেনে আসা যাক এই সিরিজের জনপ্রিয় অন্যান্য মুভিগুলোর আদ্যোপান্ত-
১) ড. নো (Dr No): এটি ছিল জেমস বন্ড সিরিজের প্রথম পর্ব। লন্ডন, ইংল্যান্ড ও কিংস্টনের বিভিন্ন জায়গায় এই ছবির শুটিংয়ের দৃশ্য ধারণ করা হয়। তবে জেমস বন্ড উপন্যাসে গোল্ডেনআই নামক স্থানটির দৃশ্য নেয়া হয়েছিলো জ্যামাইকার ক্রেব কি নামক আইল্যান্ডে।
২) ফ্রম রাশিয়া উইথ লাভ (From Russia With Love): বন্ড সিরিজের দ্বিতীয় পর্ব ছিল এটি। যার বেশির ভাগ দৃশ্য ধারণ করা হয় ইস্তানবুলে। এই ছবিতে বন্ড চরিত্রে অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা শন কনারি। ছবিটির বেশির ভাগ দৃশ্যই ছিল তুরস্কের বিভিন্ন জাদুঘর এবং গুরুত্বপূর্ণ স্থাপত্যগুলোতে। এছাড়াও তুরস্কের রাশিয়ান দূতাবাসেও নেয়া হয় কিছু দৃশ্য।
৩) দ্য ম্যান উইথ গোল্ডেন গান (The Man with the Golden Gun): ১৯৭৪ সালে মুক্তি পাওয়া জেমস বন্ড সিরিজের নবম পর্ব এটি। ছবিটির পরিচালনায় ছিলেন গাই হ্যামিলটন। এই ছবিটির অধিকাংশ দৃশ্য ধারণ করা হয় থাইল্যান্ডে। তবে থাইল্যান্ড ছাড়াও ব্যাংককের কয়েকটি উল্লেখযোগ্য স্থানেও এর শুটিং সম্পন্ন করা হয়।
৪) মুনরেকার (Moonraker: বন্ড সিরিজের এগারতম পর্ব মুনরেকার। ছবিটি মুক্তি পায় ১৯৭৯ সালে। ছবিটিতে মূলত একটি আকাশ যান চুরির ঘটনা দেখানো হয়। এর অধিকাংশ দৃশ্যের শটিং হয় ব্রাজিলের সুগারলোফ মাউন্টেনে।
৫) অক্টোপুসি (Octopussy): ১৯৮৩ সালে প্রকাশিত হয় জেমস বন্ড সিরিজের ১৩তম পর্ব অক্টোপুসি। ছবিটির শুটিং হয় ভারতের উদয়পুরে এবং ছবিটিতে এম১৬ এজেন্টের চরিত্রে অভিনয় করেন রজার মুর। এই ছবিতে বলিউড অভিনেতা কবির বেদীকে দেখা যায় একটি বিশেষ চরিত্রে।
৬) এ ভিউ টু এ কিল (A view to kill): বন্ড সিরিজের চৌদ্দতম পর্বে একজন সিক্রেট এজেন্টের চরিত্রে এই সিরিজে সপ্তমবারের মতো অভিনয় করেন জনপ্রিয় অভিনেতা রজার মুর। ছবিটির বেশির ভাগ দৃশ্য ধারণ করা হয় প্যারিসের আইফেল টাওয়ার ও সিন নদীর পাশ্ববর্তী জায়গাগুলোতে।
৭) ডাই এনাদার ডে (Die Another day): ২০০২ সালে মুক্তি পাওয়া ডাই এনাদার ডে ছবিটি ছিল বন্ড সিরিজের ২০তম পর্ব। ছবিটিতে বন্ড চরিত্রে পায়ার্স ব্রোসনান অভিনয় করেন এবং ছবিটির বেশির ভাগ দৃশ্য ধারণ করা হয় স্পেনের বিভিন্ন শহরে।
আরএএইচ/আরএস/এমআরআই