সেরা মা ও সন্তানের অনুষ্ঠানে অপু বিশ্বাসের নাচ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১০ এপ্রিল ২০১৮

অনুষ্ঠিত হতে যাচ্ছে মা ও সন্তানকে নিয়ে রিয়েলিটি শো বেঙ্গল সেরা আমি সঙ্গে মা সিজন ৪ প্রতিযোগিতার ফাইনাল। বুধবার (১১ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে হবে অনুষ্ঠানটিত হবে এই প্রতিযোগিতা।

ফাইনালে লড়বে ৪ মা ও সন্তান। এই ৪ জুটির মধ্য থেকে বিচারকদের রায়ে নির্বাচন করা হবে চ্যাম্পিয়ন। গ্র্যান্ড ফিনালের বিচারক হিসেবে থাকবেন অভিনেত্রী শম্পা রেজা, নৃত্যশিল্পী মুনমুন আহমেদ এবং অভিনেত্রী মুনীরা ইউসুফ মেমী। এছাড়া অতিথি বিচারক হিসেবে থাকবেন অভিনেত্রী তানিয়া আহমেদ।

গ্র্যান্ড ফিনালের আয়োজনে প্রতিযোগীদের চূড়ান্ত প্রতিযোগিতার পাশাপাশি থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। এ আয়োজনে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। সংগীত পরিবেশন করবেন কণা। থাকবে তারকা মা দিঠি আনোয়ার ও তার ছেলে আদিয়ান, দিনাত জাহান মুন্নী এবং তার দুই মেয়ে প্রেরণা ও প্রতীক্ষার পরিবেশনা। এছাড়া ‘সেরা আমি সঙ্গে মা সিজন ৩’ বিজয়ী জুটি পারফর্ম করবেন।

সেরা আমি সঙ্গে মা সিজন ৪-এর গ্র্যান্ড ফিনালে উপস্থাপনা করবেন তানিয়া হোসাইন, মুমতাহিনা টয়া ও শিশুশিল্পী শ্রেষ্ঠা।

বেঙ্গল নিবেদিত ‘সেরা আমি সঙ্গে মা সিজন ৪’ পাওয়ার্ড বাই লিনেক্স। প্রযোজনা করেছেন শিবলী জিয়া। অনুষ্ঠানটি আরটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বুধবার সন্ধ্যা ৬ টা থেকে।

উল্লেখ্য, ‘সেরা আমি সঙ্গে মা’ এমনই একটি প্লাটফর্ম, যেখানে সন্তান ও মায়েদের প্রতিভার সঠিক বিকাশের পাশাপাশি থাকে বুদ্ধিচর্চার সুযোগ। এমন প্রতিভাবান মা ও সন্তানদের প্রতিভা প্রকাশের অন্যতম প্লাটফর্ম আরটিভির ‘সেরা আমি সঙ্গে মা’, যেখানে মা ও সন্তান একইসাথে দেখাতে পারবেন তাদের সুপ্ত প্রতিভা। অনুষ্ঠানটি ২০১৪ ও ২০১৫ সালে ইউনিসেফ কর্তৃক প্রদত্ত মীনা মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করে।

এমএবি/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।