‘তৃতীয় দিনেও ভালো যাচ্ছে পলকে পলকে তোমাকে চাই’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ০৮ এপ্রিল ২০১৮

ডিজিটাল চলচ্চিত্রের প্রথম জনপ্রিয় জুটি বাপ্পী-মাহি। ‘ভালোবাসার রং’ দিয়ে শুরু করে বেশ কিছু ছবিতেই তারা দর্শক মাতিয়েছেন। হয়ে উঠেছেন হাল প্রজন্মের দর্শকের স্বপ্নের জুটি। সেই বাপ্পী-মাহি বেশ লম্বা একটা বিরতি দিয়ে ফিরলেন গেল ৬ এপ্রিল।

সারাদেশের ৭০টি হলে মুক্তি পেয়েছে এই জুটির ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি। শাহনেওয়াজ শানু পরিচালিত এই ছবির গল্প প্রেম ও আবেগের। অনুমেয় ছিলো বাপ্পী-মাহি বাজিমাত করবেন যথারীতি। নায়ক বাপ্পী চৌধুরী জানালেন, সেই অনুমানে ভুল ছিলো না। ছবিটি বেশ ভালো যাচ্ছে।

বাপ্পী জাগো নিউজকে বলেন, ‘ছবিটি হুট করেই মুক্তি দেয়া হয়েছে। আনুষ্ঠানকিভাবে আজকাল যেভাবে ছবির প্রচারের চাকচিক্য দেখা যায় তার কিছুই পায়নি ‘পলকে পলকে তোমাকে চাই’ ছবিটি। পরিচালক ও প্রযোজকের কাছে এ নিয়ে কষ্ট প্রকাশ করেছিলাম। কিন্তু বাস্তবতাটাও ভিন্ন। ছবিটি ভালো তারিখের অভাবে ভুগছিলো। ৬ এপ্রিলটাকেই তারা বেস্ট মনে করেছেন বলেই ছবি মুক্তি দিয়েছেন। মুক্তির আগে থেকেই হল মালিকদের আগ্রহ দেখে আমি আশা ফিরে পেয়েছিলাম। আর দুইদিন পার হবার আমি সত্যি অভিভূত।’

jagonews24

বাপ্পী আরও বলেন, ‘মন্দার এই বাজারে ছবিটি এত ভালো যাবে চিন্তাও করিনি। অভিসারসহ প্রায় সব হলগুলোতেই খুব ভালো ব্যবসা করছে ছবিটি। প্রযোজক খুশি। আজ তৃতীয় দিনের শুরুটাও দারুণ হয়েছে। নির্মাতার কাছ থেকে তৃতীয় দিনেও ছবিটির সেল রিপোর্ট ভালোর খবর পেলাম। ছবিটি ব্যবসা সফলের দিকে এগিয়ে যাচ্ছে দেখে আশা জাগছে। আরও প্রচার পেলে সিনেমা হলের ভেতরের চিত্রটা হয়তো আরও সুন্দর হতো।’

এই চিত্রনায়ক জানালেন, ‘‘দিনশেষে দর্শকের আগ্রহই হল মালিকদের ভরসা। তাই আগামী সপ্তাহেও ছবিটি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন হল মালিকরা। নতুন করে ৩০-৪০টি হলে মুক্তি পেতে পারে ‘পলকে পলকে তোমাকে চাই’। সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা। আসুন সবাই বাংলা ছবি দেখি, দেশীয় ছবির পাশে থাকি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন।’’

এদিকে বাপ্পী চৌধুরী এই মূহূর্তে ব্যস্ত রয়েছেন ইস্পাহানি আরিফ জাহানের ‘নায়ক’সহ বেশ কিছু ছবি নিয়ে। এইসব ছবিতে বাপ্পীর নায়িকা অপু বিশ্বাস, জলি, অধরা খান প্রমুখ।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।