নওগাঁয় পিস্তলসহ ৪ যুবক ও ২ ছিনতাইকারী আটক


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ২৭ জুলাই ২০১৫

নওগাঁয় পৃথক ঘটনায় দেশীয় তৈরি পিস্তলসহ ৪ যুবক এবং দুই ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে নওগাঁ সদর থানায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

 আটকরা হলেন, সোলায়মান আলীর ছেলে আলামিন (৩৬), আহসানুল্লাহের ছেলে আব্দুল্লাহ সিদ্দিক (৩২) এবং ফরিদুল ইসলামের ছেলে সৈকত (২১)। এদের সকলের বাড়ি শহরের আরজী নওগাঁয়। এছাড়া ঘোষপাড়ার হোসেন মন্ডলের ছেলে ইনতিয়াজ রানা (৩৪) রয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার শহরের দফতরিপাড়ায় রাত ৮টা থেকে নজরুল ইসলামের বাসার আশপাশে ৪ যুবক ঘোরাফেরা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে সেখান থেকে তাদের দেশীয় তৈরি পিস্তলসহ আটক করা হয়।

অপরদিকে, রোববার বিকেলে সদর উপজেলার বলিহার বাজার ব্রিজের উত্তর মাথা থেকে যাত্রীবেশে মনতাজ আলীর ছেলে শফিকুল ইসলাম (২২) এবং মোজাহার আলীর ছেলে নাইমুল ইসলাম (২২) নামে দুই ছিনতাইকারীকে অটোরিকশা ছিনতাই করার সময় আটক করেছে পুলিশ। তাদের বাড়ি রাজশাহী জেলার পবা থানায়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কানাই লাল সরকার ও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ব্যাপারে সদর থানায় পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে বলে জানান ওসি।

আব্বাস আলী/এসএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।