প্রিমিয়ারে প্রশংসায় ভাসল ‘স্বপ্নজাল’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০২ এএম, ০৬ এপ্রিল ২০১৮

প্রতীক্ষার প্রহর শেষ। আগামীকাল শুক্রবার সারা দেশে মুক্তি পাচ্ছে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবিটি। এর আগেই মুক্তির আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্টার সিনেপ্লেক্সে জমকালো প্রিমিয়ার হয়ে গেল এই ছবিটির। হল ভরা দর্শক উপভোগ করেছে ছবিটি। একই সঙ্গে হাসিয়েছে কাঁদিয়েছে ও ভাবিয়েছে ‘স্বপ্নজাল’। আর প্রশংসায় ভেসেছে সবার।

ঢাকাই সিনেমার অনেক গুনি নির্মাতা, অভিনেতা, অভিনেত্রী ,সাংবাদিক ও চলচ্চিত্রপ্রেমিকরা দেখেছেন ছবিটি। ছবিটি দেখতে দেখতে কিছুক্ষণ পরপরই দর্শক হাত তালি দিয়েছেন আর হো হো করে হেসে উঠেছেন। ছবিটি দেখতে এসেছিলেন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম, শিহাব শাহীনসহ আরও বেশ কজন নির্মাতা।

আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু,বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, ছবিটির নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, ছবির নায়ক ইয়াশ রোহান, নায়িকা পরীমনি, ফজলুর রহমান বাবু, ফারহানা মিঠুসহ ছবিটির অন্যান্য কলাকুশলীরা।

ছবি শুরু হওয়ার আগেই বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের লিটু বলেন,‘ সেলিম ‘মনপুরা’ নির্মাণ করে বাংলা সিনেমা একটা নতুন বাঁক তৈরী করেছিল। তার এই ছবিটিও সবার ভালো লাগবে। এখন চলচ্চিত্র নানা সমস্যার মধ্যে সময় পার করছে। আমি মনে করি ভালো ছবি নির্মাণ করলেই এসব সমস্যা দূর হয়ে যাবে।’

pori

গিয়াস উদ্দিন সেলিম বলেন,‘এখন ছবিটি দর্শকদের দেখানোটাই আমাদের কাজ। বাদবাকিটা তো তারাই বলবেন। অনেক দিন পরে আরেকটি ছবি বানিয়েছি আপনাদের জন্য। সবাইকে দেখার আমন্ত্রণ জানাই।’

ছবির প্রিমিয়ার শেষে শ্রোতাদের মুখ থেকে প্রংশায় শোনা গেছে বেশি। তরুণ নির্মাতা শফিকুল ইসলাম খান বলেন,‘ভালো লেগেছে ছবিটি। আমার মনে হয় অন্য দর্শকদেরও ভালো লাগবে।’

ছুঁয়ে দিলে মন ছবির নির্মাতা শিহাব শাহীন বলেন,‘ এই ছবির পুরোটিমের জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা। মজার ব্যাপার হলো এই ছবির প্রত্যেক কলাকুশলিই অনেক ভালো অভিনয় করেছেন। গল্পটিও অনেক ভালো লাগার মতোই। সাধারণ দর্শকও মুগ্ধ করবে ছবিটি।’

যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ছবিটি। পরীমনি-ইয়াশ রোহান ছাড়াও এতে অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু এবং মিশা সওদাগরসহ অনেকে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন অর্ণব। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীর পাড়ে ‘স্বপ্নজাল’-এর শুটিং শুরু হয়। এরপর কলকাতাসহ দেশের বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ হয়।

এমএবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।