বত্রিশে পা রাখলেন রণবীর


প্রকাশিত: ০৪:২১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৪

বি-টাউনের এর অন্যতম জনপ্রিয় নায়ক রণবীর কাপুর৷ বলিউডের হার্টথ্রব নায়কের আজ ৩২ তম জন্মদিন৷ ১৯৮২ সালের ২৮ সেপ্টেম্বর তাঁর শুভ জন্মদিন৷ বলিউডের এককালীন সুপারহিট জুটি ঋষি কাপুর ও নীতু সিং-র পুত্র আজকের স্টার রণবীর কাপুর৷পড়াশোনা মুম্বইয়ের স্কটিশচার্চ স্কুলে৷

নিউ ইয়র্কের ‘স্কুল অফ ভিজুয়ল আর্টস’ থেকে ছবি তৈরির প্রশিক্ষণ নেন৷ একইসঙ্গে ‘লি স্টারসবার্গ থিয়েটার অ্যন্ড ফিল্ম ইন্সটিটিউট’ থেকে ছবির অ্যক্টিং কেরিয়ারের ভিত তৈরি করেন সুপারস্টার রণবীর কাপুর৷

নিউ ইয়র্কে থাকার সময় ‘প্যাশন টু লভ’ এবং ‘ইন্ডিয়া ১৯৬৪’-স্বল্প দৈর্ঘ্যৈর এই দুটি ছবির পরিচালনার সঙ্গে ছবি দুটিতে অভিনয়ও করেন৷ পরিচালক সঞ্জয়লীলা বনশালী পরিচালিত ‘ব্ল্যাক’ ছবিতে তাঁকে অ্যাসিস্ট করেন রণবীর৷

২০০৭ সালে সোনম কাপুরের বিপরীতে ‘সাওয়ারিয়া’ ছবিতে প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করেন৷বক্স অফিসে ছবিটি সেভাবে সফল হয়নি ঠিকই, কিন্তু সেরা ডেবিউ নায়ক হিসাবে ফিল্মফেয়ারের পক্ষ থেকে পুরষ্কৃত করা হয়েছিল৷

যশ রাজ ফিল্মসের ব্যানারে তৈরি ‘বাচনা অ্যয় হাসিনো’-তে মাল্টিস্টারের সঙ্গে অভিনয় করেন৷রণবীর অভিনীত এটি প্রথম ব্যবসায়িকভাবে সফল ছবি৷ ২০০৯ সালে কঙ্কনা সেন শর্মার সঙ্গে ‘ওয়েকআপ সিড’-এ জুটি বেঁধে আরও একবার সফল হন তিনি৷

ক্যাটরিণা-রণবীর জুটির ‘আজব প্রেম কি গজব কাহানি’ সেই বছরের আরেকটি হিট ছবি৷ পরের বছর ‘রাজনীতি’-তে ক্যাটরিণার সঙ্গে আরও একবার জুটি বেঁধে সফল হন রণবীর৷

রণবীরের ফিল্মি কেরিয়ার ক্রমশ এগতে থাকে সফলের পথে৷এরপর বি-টাউনের প্রথমসারির নায়িকাদের সঙ্গে জুটি বাঁধেন৷২০১০ সালে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে ‘আনজানা আনজানি’-র পর ও ২০১২ সালে রোমান্টিক কমেডি ‘বরফি’ রণবীর অভিনীত অন্যতম ব্লকবাস্টার হিট মুভি৷

বলিউড ডিভা দীপিকা পাডুকোনের সঙ্গে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ বক্সঅফিসে মোটামুটি ভালই ব্যবসা করে৷ এই মুহুর্তে জ্যাকলিন ফার্নানডেজের সঙ্গে ‘রয়’-র শ্যুটিং-এ ব্যস্ত রয়েছেন রকস্টার রণবীর কাপুর৷

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।