ম্যানইউতে আর্জেন্টিনার রোমেরো


প্রকাশিত: ০৬:৩৪ এএম, ২৭ জুলাই ২০১৫

অনেকদিন যাবত গুঞ্জন শুনা যাচ্ছিল ম্যানইউতে যোগ দিতে পারেন আর্জেন্টাইন গোলকিপার সার্জিও রোমেরো। সকল গুঞ্জন থামিয়ে আর্জেন্টাইন গোলরক্ষককে তিন বছরের জন্য চুক্তি করিয়ে নিল ভ্যান হালের দল। সেই সঙ্গে আরো একটি গুঞ্জনে ঘি ধেলে দিলেন ভ্যান হাল। ডেভিড ডি গিয়া তাহলে রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন বলে ধারণা করছেন ফুটবলবোদ্ধারা।

ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ কোচ লুইস ভ্যান হাল বলেছিলেন যে তারা ডি গিয়ার বিকল্প খুঁজছেন। যদিও ডি গিয়াকে দলে রেখেই রোমেরোকে দলে নিয়েছেন। তবে ডি গিয়ার ঠিকানা যে নতুন হতে যাচ্ছে সেই সম্ভাবনা বেশ অনেকটাই বাড়িয়ে দিল সার্জিও রোমেরোর আগমণ।  

গত মৌসুমে মোনাকোতে খেলা রোমেরো বলেন, ‘বিশ্বের বৃহত্তম ফুটবল ক্লাবে খেলার সুযোগ পেয়েছি। আমার স্বপ্নপূরণ হয়েছে। ভ্যান হাল একজন অসাধারণ ম্যানেজার। ক্যারিয়ারের এই নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছি।’

রামেরো প্রসঙ্গে ভ্যান হাল বলেন, ‘রোমেরো অত্যন্ত প্রতিভাবান একজন গোলকিপার। আমি আলকামারে থাকাকালীনই ওকে দেখেছিলাম। সেসময় ওর বয়স অল্প ছিল। গত বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে দারুণ ফুটবল খেলেছে সে। আমি নিশ্চিত ও এই ক্লাবেও দারুণ খেলবে।’

এই মুহূর্তে ম্যানইউতে চারজন গোলকিপার ডি গিয়া, স্যাম জনস্টোন, আন্দ্রে লিন্ডেগার্ড ও ভিক্টর ভালদেস রয়েছেন। সেই তালিকায় পঞ্চম সংযোজন রোমেরো।

আরটি/এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।