বাণিজ্যমন্ত্রীর কাছে চলচ্চিত্রের মানুষদের দাবি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০৩ এপ্রিল ২০১৮

চলচ্চিত্রের উন্নয়নের জন্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছে বেশ কিছু আবদার ও দাবি করেছেন চলচ্চিত্রের মানুষেরা। মঙ্গলবার চলচ্চিত্র পরিবার আয়োজিত চলচ্চিত্র দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হয়ে এসেছিলেন বাণিজ্যমন্ত্রী। এ অনুষ্ঠানে আরও অতিথি ছিলেন তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিম। এখানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফারুক আলমগীর, চলচ্চিত্র পরিচালক দেলওয়ার জাহান ঝন্টু, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান, নায়ক সাইমন প্রমুখ। সভাপতির দায়িত্বপালন করে সৈয়দ হাসান ইমাম।

অনুষ্ঠানে বেশ কিছু দাবি জানিয়েছেন চলচ্চিত্রের মানুষেরা। দেলওয়ার জাহান ঝন্টু বলেন,‘জাতীয় চার নেতার লিডার ছিলেন তোফায়েল ভাই। প্রধাণমন্ত্রী উনাকে অনেক পছন্দ করেন। চলচ্চিত্র ইন্ডাস্ট্রি বর্তমান সময়ে নানা সমস্যার মধ্যে পার করছে। এখন ছবি বানিয়ে প্রজেক্টর ভাড়া নিয়ে হলে ছবি চালাতে হয়। একজন প্রযোজক সে প্রজেক্টর ভাড়া দিয়ে থাকেন। আমাদের এক মন্ত্রী ৫০টি হলে প্রজেক্টর বসিয়ে দেবেন বলে আশ্বাস দিয়ে ছিলেন। উনি আমাদের ৫০টি স্ক্রু ড্রাইভারও দেননি। আমার বিশ্বাস তোফায়েল ভাই ইচ্ছে করলে এটারে ব্যবস্থা করে দিতে পারেন। আপনার কাছে দাবি থাকলো। আপনি প্রধানমন্ত্রীকে আমাদের সমস্যার কথা বলবেন। আমরা আপনার নাম লিখে রাখবো।’

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার বলেন,‘ আমাদের অনুষ্ঠানে আছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল ভাই, ও
চলচ্চিত্রের মানুষ তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিম। আমরা তোফায়েল ভাইয়ের কাছে লিখিতভাবে আমাদের আবেদন জানাবো, তারানা হালিম আমাদের সঙ্গে থাকবে চলচ্চিত্রের মানুষ হিসেবে।’

নায়ক আলমগীর বলেন,‘বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন বাঙালিরা ছবি বানাতেও পারবে। তাই আমরা একটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি পেয়েছি। আমার বাবা বঙ্গবন্ধুর আদেশেই দেশের প্রথম ছবি ‘মুখ ও মুখোশ’ প্রযোজনা করেছিলেন। আর এখন সেই ইন্ডাস্ট্রির মানুষ বিভক্ত হচ্ছে। আজকের এই চলচ্চিত্র দিবসে বিভক্তি আনার পেছনে দায়ি বর্তমান এফডিসির এমডি। আর কিছু মানুষ আসেন যারা এফডিসিতে এসে পায়রা উড়িয়ে ছবি তুলে চলে যায়। আশা করি তোফায়েল ভাই ও তারানা হালিলকে আমাদের পাশে পাব।’

এদিকে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের বিভাজনে মনঃক্ষুণ্ন হয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘চলচ্চিত্রের মানুষজন সবাই একটি পরিবার। সেখানে এই বিভাজন দেশের চলচ্চিত্রের উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করবে।’

চলচ্চিত্র পরিবার আয়োজিত চলচ্চিত্র দিবসের অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নের মহাযাত্রায় চলচ্চিত্র একটু পিছিয়ে আছে। নিজেদের মধ্যে ঐক্য না থাকলে চলচ্চিত্র শিল্প মাথা তুলে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের চলচ্চিত্রশিল্পকে সমৃদ্ধ করার জন্য সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে। চলচ্চিত্র পরিবারের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে গঠনমূলক কাজ করতে হবে।’

এ সময় সৈয়দ হাসান ইমামের প্রশংসা করে তোফায়েল আহমেদ বলেন, ‘দেশের সাংস্কৃতিক আন্দোলনের গুরুত্বপূর্ণ নাম সৈয়দ হাসান ইমাম। তিনি মুক্তিযুদ্ধে যেমন অংশ নিয়ে আমাদের স্বাধীন দেশ উপহার দিয়েছেন। স্বাধীন দেশেও প্রগতিশীল সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। চলচ্চিত্রের সংকট থেকে উত্তরণের জন্য তিনিই এখন আমাদের অভিভাবক।’

তোফায়েল আহমেদের বক্তব্যের আগে এই মঞ্চে এসে বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনিও চলচ্চিত্র শিল্পী, কলাকুশলীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এমএবি/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।