সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল


প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ২৬ জুলাই ২০১৫

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। রোববার রাতে ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে আছেন তার স্ত্রী রাহাত আরা। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন। দেশ ছাড়ার আগে তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর দোয়া কামনা করেন।

মির্জা ফখরুল ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, চিকিৎসার জন্য যাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। তিনি জানান, ছয় মাসে তার ১২ কেজি ওজন কমেছে। তিনি অসুস্থ।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের আন্দোলন কর্মসূচি শুরুর প্রথম দিনে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মির্জা ফখরুলকে গ্রেফতার করে পুলিশ। ১৪ জুলাই জামিনে মুক্তি পান তিনি।

এমএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।