জয়বাংলা সাংস্কৃতিক জোট ও আওয়ামী শিল্পী গোষ্ঠীর যৌথসভা


প্রকাশিত: ০৩:১৯ পিএম, ২৬ জুলাই ২০১৫

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে জয়বাংলা সাংস্কৃতিক জোট ও আওয়ামী শিল্পী গোষ্ঠীর যৌথসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩টায় রাজধানীর ওয়ারির সিলভারডেল প্রিপারেটরি অ্যন্ড গার্লস স্কুলে  এ সভা অনুষ্ঠিত হয়।

জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট সভাপতি সালাউদ্দিন বাদল এতে সভাপতিত্ব করেন। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের সিদ্ধান্ত এবং বিস্তারিত কর্মসূচি গৃহীত হয়।

এ উপলক্ষে আগামী ১ আগস্ট বিকেল সাড়ে তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত এবং প্রেসক্লাব থেকে শিখা চিরন্তন শান্তি শোক র্যালি অনুষ্ঠিত হবে। এ কর্মসূচির অংশ হিসেবে আগামী ১২ আগস্ট বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আগামী ১৫ আগস্ট সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদের, গীতিকার শাফাত খৈয়াম, আলিমুজ্জামান আলম, শিবু রায়, কবি দেবেন্দ্রমালাকার, শাহীন বক্স, আইয়ুব আলী খান, সালমা চৌধুরী, মো. শাহজাহান ও সফিউল আলম বুলু।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।