পাবনায় শাটারগানসহ যুবক আটক


প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৪

পাবনার সাঁথিয়া উপজেলায় শাটারগান ও ছুরিসহ ফিরোজ হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। ফিরোজ হোসেন উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, রোববার উপজেলার ছোন্দহ গ্রামের কল্লোল হোসেনের মাছের প্রজেক্টে গিয়ে ফিরোজ হোসেন অস্ত্রের মুখে চাঁদা দাবি করে। এ সময় প্রজেক্টে কর্মরত লোকজন তাকে দাবি করা টাকা দেওয়ার কথা বলে প্রজেক্টে বসিয়ে রেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ফিরোজ হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি দেশি তৈরি শাটারগান ও একটি ছুরি উদ্ধার করা হয়।

আটককৃত ফিরোজ হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি করছে বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। আটক ফিরোজের বিরুদ্ধে সাঁথিয়া থানায় একটি মামলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।