সড়ক দুর্ঘটনায় আহত চিত্রনায়ক বাপ্পী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৯ এএম, ৩১ মার্চ ২০১৮

পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার গোপালগঞ্জ যাচ্ছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হন তিনি।

জানা যায়, মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে বাপ্পীর গাড়ি রাস্তা ছেড়ে পাশের গর্তে পড়ে যায়। এ সময় তার পায়ে ও কাঁধে বেশ আঘাত লাগে। পরে তাকে স্থানীয় এক হাসপাতালে নেয়া হয়।

শুক্রবার রাতে গোপালগঞ্জের কালিনী থানার গোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সময় বাপ্পীর সঙ্গে একই গাড়িতে ছিলেন বঙ্গবন্ধু পরিবারের তনয় শেখ সেলিমের ছোট ভাই শেখ ফজলুর রহমান মারুফ ও ফটোগ্রাফার রিয়াজ আহমেদসহ আরও কয়েকজন।

আইএন/এলএ/এএইচ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।