সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন শাকিব খান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ৩০ মার্চ ২০১৮

রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরে গেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। তিনি সুস্থ হয়ে বাসা ফিরে গেছেন বলে জানিয়েছেন ল্যাবএইড-এর মুখপাত্র সাইফুর রহমান লেনিন।

তিনি জানান, শাকিব খানের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টের সবই ভালো আসায় চিকিৎসক হাসপাতাল থেকে তাকে রিলিজ দিয়েছেন। পরে দুপুর (শুক্রবার) সাড়ে ১২টার দিকে তিনি বাসায় ফিরে যান।

ল্যাবএইড-এর মুখপাত্র সাইফুর রহমান লেনিন আরও জানান, গতকাল (বৃহস্পতিবার) দুপুরে শাকিব খান বুকে অস্বস্তিকর ব্যথা ও জ্বালাপোড়া নিয়ে হাসপাতালে আসেন। পরে অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরীর অধীনে ৫৬৬ নম্বর কেবিনে তাকে ভর্তি করা হয়। ভর্তির পর সঠিক রোগ নির্ধারণে বেশ কিছু প্যাথলজিক্যাল পরীক্ষা করা হয়েছে। তবে দুপুরে রিপোর্টে খারাপ কিছু না পাওয়ায় তাকে বাসায় ফেরার অনুমতি দেন চিকিৎসকরা।

এর আগেও গত বছরের শেষদিকে বুকে ব্যথার সমস্যা নিয়ে ল্যাবএইডে ভর্তি হয়েছিলেন শাকিব খান। তার লিভারেও কিছু সমস্যা রয়েছে বলে তখন জানা যায়। কিছুদিন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবারও নিয়মিত শুটিংয়ে ফিরেছিলেন তিনি।

এমইউ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।