ভালো আছেন শাকিব খান

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১১:৪৯ এএম, ৩০ মার্চ ২০১৮

রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। গতকালের (বৃহস্পতিবার) তুলনায় আজ শুক্রবার তিনি বেশ আরামবোধ করছেন।

বৃহস্পতিবার বুকে ব্যথা ও জ্বালাপোড়া নিয়ে ভর্তির পর সঠিক রোগ নির্ধারণ করতে বেশ কিছু প্যাথলজিক্যাল পরীক্ষা দেয়া হয়েছে। আজ (শুক্রবার) দুপুরে রিপোর্টগুলো হাতে পাওয়া যাবে। ল্যাবএইডের সাইফুর রহমান লেনিন শুক্রবার সকালে জাগো নিউজকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দুপুরে রিপোর্টগুলো হাতে পাওয়ার পর অধ্যাপক আবদুল ওয়াদুদ চৌধুরী পরবর্তী চিকিৎসা শুরু করবেন। ইতোপূর্বেও শাকিব খান একই সমস্যায় ল্যাবএইড হাসপাতালে আবদুল ওয়াদুদ চৌধুরীর অধীনেই ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, শাকিব খান হাসপাতালের কেবিনে আছেন। অনেক ভক্ত ও অনুরাগীরা তার সঙ্গে দেখা করতে আসছেন। তবে শাকিব খান সুস্থতার জন্য তার অনুমতি ছাড়া কাউকে কেবিনে যেতে দেয়া হচ্ছে না।

এমইউ/আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।