সজল-মেহজাবিনের ‘কল ওয়েটিং’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৮ পিএম, ২৯ মার্চ ২০১৮

‘ছেলেটি সামাজিক কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে। হোয়াইট হার্ট ফাউণ্ডেশন নামে নিজের একটি সংস্থা আছে তার। এর মাধ্যমে বঞ্চিত ও পথচারী শিশুদের ভবিষৎ নিশ্চিত করা ও সমাজকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষে কাজ করে সে। তবে তার একটা সমস্যা আছে। সেটা হলো, যদি কাউকে ফোন দিয়ে কল ওয়েটিং পায় তাহলে ভীষণ রেগে যায় ও মোবাইল ছুড়ে ভেঙে ফেলে। সম্প্রতি তার সংস্থার একটি মেয়েকে ভালো লেগেছে ছেলেটির। এরই মধ্যে এমন গল্পের একটি নাটকে অভিনয় করেছেন সজল-মেহজাবিন।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সোহেল আলী। এতে সজল অভিনয় করেছেন সেমস নামের একটি চরিত্রে ও মেহজাবিন অভিনয় করেছেন মিম নামের একটি চরিত্রে।

গল্পে দেখা যাবে, মিম সেমসকে ভীষণ পছন্দ করলেও কখনো জানতে দেয়নি। আবার সেমসও কেয়ার করেনি। অন্যদিকে মনি নামের একটা মেয়ের সাথে সেমস প্রেম করে। এখানেও কল ওয়েটিং নিয়ে ঝামেলা তৈরি হয়। তাছাড়া মনি অন্য একটি ছেলের সাথে প্রেম করে। সেটা নিয়ে সেমস রাগারাগি করে। সেমস হঠাৎ জানতে পারে যে, মিম তাকে খুব ভালোবাসে। এভাবেই এগিয়ে যেতে থাকে গল্প।

আরটিভির ফান অ্যান্ড এন্টারটেইনমেন্ট টাইমের একক নাটক ‘কল ওয়েটিং’। নাটকটি প্রচারিত হবে বৃহস্পতিবার রাত ৮টায়।

এমএবি/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।