‘স্বপ্নজাল’ মুক্তি পাচ্ছে ৬ এপ্রিল

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২৮ মার্চ ২০১৮

পর্দায় উঠতে যাচ্ছে গিয়াসউদ্দিন সেলিমের নতুন চলচ্চিত্র ‘স্বপ্নজাল’। আগামী ৬ এপ্রিল ঢাকাসহ সারা দেশের ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাবে চলচ্চিত্রটি। গিয়াসউদ্দিন পরিচালিত দর্শক নন্দিত সিনেমা ‘মনপুরা’ মুক্তির নয় বছর পর ‘স্বপ্নজাল’ সিনেমাটি দেখতে পারবেন দর্শকরা।

‘স্বপ্নজাল’ ছবিটির নিবেদক হিসেবে থাকছে দেশের জনপ্রিয় বেকারি পণ্যের ব্র্যান্ড অলটাইম। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস। বুধবার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

shapnojal1

ছবির পরিচালক গিয়াসউদ্দিন সেলিম জানান, ‘স্বপ্নজাল সিনেমাটি দুটি প্রাণের বাঁধন হারা এক প্রেমের গল্প। ডাকাতি, সংঘাত, গুম আর কূট কৌশলের আবর্তে পড়ে দুজন বিচ্ছিন্ন হয়ে পড়ে। কিন্তু দুজনের মিলনের আকুল আকাঙ্ক্ষায় তৈরি হয়েছে এই প্রেমের গল্প। আশা করি, মনপুরা’র মতো স্বপ্নজালও দর্শকদের কাছে ভালো লাগবে।’

তিনি আরও বলেন, ‘আমরা চেয়েছি ‘স্বপ্নজাল’ সিনেমায় দেশীয় কোনো প্রতিষ্ঠান সম্পৃক্ত হোক। অল টাইম কর্তৃপক্ষকে এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।’

shapnojal1

অল টাইমের হেড অব মার্কেটিং মনিরুল ইসলাম বলেন, ‘মনপুরা ছবির মতো স্বপ্নজালও সব শ্রেণির মানুষের কাছে জনপ্রিয়তা পাবে বলে আশা করছি। আমাদের ব্র্যান্ড অল টাইম এরই মধ্যে সব শ্রেণির মানুষের কাছে জনপ্রিয়তা পেয়েছে। এই চলচ্চিত্রটির সঙ্গে সঙ্গে অলটাইমও সবার হৃদয়ে পৌঁছে যাক সে লক্ষ্যে আমরা এর সঙ্গে সম্পৃক্ত হয়েছি।’

‘স্বপ্নজাল’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। তার বিপরীতে আছেন ইয়াশ রোহান। এছাড়া অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেকে।

shapnojal1

এ বিষয়ে পরীমনি বলেন, ‘ছবিটি আমার অভিনয় জীবনের বড় অভিজ্ঞতা হয়ে থাকবে। আশা করি স্বপ্নজাল দর্শকদের মনে জায়গা করে নেবে।’

‘স্বপ্নজাল’ ছবিটির কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন গিয়াসউদ্দিন সেলিম নিজেই।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার (ফাইন্যান্স) আতাউর রহমান ও প্রাণ-আরএফএল গ্রুপের জেনারেল ম্যানেজার (মিডিয়া) সুজন মাহমুদসহ ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট কলাকুশলীরা।

এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।