প্রযোজকের কু-নজরে পড়েছিলেন ঐশ্বরিয়াও

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:০২ পিএম, ২৭ মার্চ ২০১৮

নায়িকাদের প্রযোজকদের কু-নজরে পড়ার ঘটনা হর হামেশা ঘটেই থাকে। বেশির ভাগ ক্ষেত্রেই অপ্রকাশিত থেকে যায় সেই সব ঘটনা। অনেকেই প্রকাশও করেছেন। সম্প্রতি হলিউড থেকেই শুরু হয় যৌন হেনস্থা ‘মি টু’ ক্যাম্পেইন। পরে বলিউড নায়িকারাও বলিউডে যৌন হেনস্থা নিয়ে মুখ খুলেছেন। রাধিকা আপ্তে, বিদ্যা বালানের মতো অভিনেত্রীরা প্রকাশ করেছেন তাদের অন্ধকার অভিজ্ঞতার গল্প।

এবার সেই তালিকায় যোগ হলো ঐশ্বরিয়া রাই বচ্চনের নামও। মঙ্গলবার এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের জিনিউজ পত্রিকা। হলিউডের জনপ্রিয় প্রযোজক হার্ভে উইনস্টেইন নাকি এক সময় ঐশ্বরিয়াকে ‘কাছে পেতে’ মরিয়া হয়ে উঠেছিলেন। এমনকী, ঐশ্বরিয়াকে পেতে অনেক টাকা খরচ করতেও রাজি ছিলেন তিনি। কিন্তু, এই সুন্দরীকে কখনও বাগে আনতে পারেননি হার্ভে উইনস্টেইন।

ঐশ্বরিয়ার তৎকালীন ট্যালেন্ট ম্যানেজার সাইমন শেফিল্ড বলেন, ঐশ্বরিয়াকে কাছে পেতে এক সময় পাগলের মতো ব্যবহার করতেন হার্ভে উইনস্টেইন। কী করলে ঐশ্বরিয়াকে পাওয়া যাবে, এমন প্রশ্নের জবাবে সাইমন বলেছিলেন, ‘হার্ভে হাজার চেষ্টা করলেও কিছুতেই তাকে পাবেন না। ওই সময় ঐশ্বরিয়া রাই-এর আশপাশে তো আসতেই পারেননি হার্ভে, তাকে রাই-এর ধারপাশেও ঘেঁষতে দেননি তিনি।

এমএবি/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।