হৃত্বিক সম্রাট আকবর হতে পারলে আমির কৃষ্ণ হতে পারবেন না কেন?
ভারতে ১০০০ কোটি টাকা বাজেটের বলিউড ছবি ‘মহাভারত’ কাস্টিংয়ের কাজ শুরু হতে চলেছে। এই সিনেমাটিতে সহ-প্রযোজক হিসেবে কাজ করতে চাইছেন ভারতের অন্যতম ধনী কোম্পানি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ অম্বানি।
ভারতের স্বনামধন্য অভিনেতা আমির খানকে চাওয়া হয়েছিল এই ছবিতে। সূত্রের খবরে জানা যায়, মহাভারত সিনেমার জন্য আন্তর্জাতিক মানের লেখকেরা স্ক্রিপ্ট লিখবেন। এক সাক্ষাৎকারে ছবির সম্পর্কে কথা বলতে গিয়ে আমির খান জানান, মহাভারতের কর্ণ চরিত্রটি তার খুব পছন্দের। কিন্তু এই বিগ বাজেটের ছবিতে তিনি নাকি ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকাতে দেখা দেবেন।
কিছুদিনের মধ্যেই খবরটি ট্যুইটারে ছড়িয়ে পড়ে। অনেকেই প্রশ্ন তোলেন যে ভগবান শ্রীকৃষ্ণের ভূমিকায় কীভাবে একজন মুসলিম অভিনেতা অভিনয় করতে পারেন। ভারতের প্রখ্যাত লেখক জাভেদ আখতার এই বিষয়টির বিরুদ্ধে বলেছেন, ‘সমগ্র বিষয়টিকে সাম্প্রদায়িকতার দিক থেকে দেখা হচ্ছে। শিল্পের দিক থেকে নয়।’
বাংলাদেশের ‘নির্বাসিত’ লেখিকা তসলিমা নাসরিন এই সাম্প্রদায়িকতা বিতর্কের মাঝেই নতুন তত্ত্ব নিয়ে এসেছেন। তার মতে, হৃত্বিক রোশন ‘যোধা আকবর’ ছবিতে অভিনয় করেছিলেন। হিন্দু হয়েও তিনি মুসলমান মোগল সম্রাট আকবরের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছিলেন এবং প্রশংসার বন্যায় ভেসেছিলেন। তবে মুসলমান অভিনেতা আমির খান কেন ‘মহাভারত’ ছবিতে কৃষ্ণের চরিত্রে অভিনয় করতে পারবেন না? তসলিমা মনে করেন, ‘মহাভারত’ ছবিতে আমিরের অভিনয় করাটাই হবে সম্প্রীতির ভারতের উদাহরণ, যাকে আমি ভালোবাসি।’
মনিকা সাহা/এলএ/পিআর