এবার জামাইবাবুর সাথে প্রেম!


প্রকাশিত: ০৮:১৩ এএম, ২৬ জুলাই ২০১৫

দু’জনেই দারুণ জনপ্রিয়। রয়েছে আলাদা করে গ্রহণযোগ্যতা। একসাথে ছবিতে কাজও করেছেন। তবে কখনো একে অপরের প্রেমে পড়েননি। এবার সেই সুযোগ পেয়ে গেলেন কলকাতার রুপালি পর্দার দুষ্টু ছেলে অঙ্কুশ হাজরা আর মিষ্টি মেয়ে মিমি চক্রবর্তী।

হ্যাঁ, সবকিছু ঠিক থাকলে জামাইবাবুর সাথেই প্রেম করতে দেখা যাবে মিমিকে। সদ্য মুক্তি পাওয়া ‘জামাই ৪২০’ ছবিতে মিমির বোনের স্বামীর চরিত্রে অভিনয় করেছিলেন অঙ্কুশ। এবার নতুন ছবিতে সেই অঙ্কুশের সাথেই রোমান্স করবেন মিমি।

এই সময়’র সূত্রে জানা গেছে, ছবির নাম ঠিক হয়নি৷ তবে পরিচালকের নাম নিশ্চিত হওয়া গেছে- রবি কিনাগী৷ যার পরিচালনাতেই `জামাই ৪২০`, অঙ্কুশের প্রথম ছবি ভেঙ্কটেশ ফিল্মস-এর সঙ্গে৷ সেই ছবিতে ছিলেন মিমিও৷ বহু নায়ক-নায়িকার মধ্যে এই দু`জনই নজর কেড়েছিলেন সবচেয়ে বেশি, মত অনেকের৷

তবে সেখানে জুটি হিসেবে কাজ করেননি৷ কিন্তু এবার একেবারে যারে কয় নায়ক-নায়িকা হয়েই বড়পর্দায় আসছেন অঙ্কুশ-মিমি।

ছবির প্রযোজনা সংস্থা এবারও ভেঙ্কটেশ ফিল্মস। ছবির গল্প নিয়ে রবি বলছেন, ‘প্রেম তো থাকছেই। একদম রস বেয়ে পড়ার মতোই ইমোশনাল লাভস্টোরি৷ তবে কিছু নতুনত্ব থাকবে। নইলে দর্শক দেখবেন কেন!’

জুটি হয়ে ছবি করা নিয়ে বেশ আনন্দিত পাত্র পাত্রীও। মিমিরই উচ্ছ্বাসটা যেন বেশি। বললেন, ‘অঙ্কুশ আমার খুব ভালো বন্ধু। ওর মতো আর কারো সাথে দুষ্টুমি করে জমে না। ইচ্ছে ছিলো দু’জনে এক ছবিতে দুষ্টুমি করবো, প্রেম করব, সেটা এবার পূরণ হতে চলেছে। আশা করছি সবার ভালো লাগবে। আর ইন্ডাস্ট্রিতে রবি স্যার আমার অভিভাবক৷ এটা তৃতীয় নম্বর কাজ হবে একসঙ্গে। অবশ্যই আমি এক্সাইটেড।’

অন্যদিকে অঙ্কুশ ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার ছবির শুটিং সেরে সদ্য ফিরেছেন কলকাতায়। এই ছবির খবর শুনেই লাফিয়ে উঠলেন। বললেন, ‘আমি খুশি এটা ভেবে যে, আমার ভেঙ্কটেশ ফিল্মস-এর সঙ্গে প্রথম ছবি `জামাই ৪২০` হিট। সেটাও রবিজির পরিচালনা৷ এটা আমার সৌভাগ্য যে আমি তার সঙ্গে আবারো কাজ করার সুযোগ পাচ্ছি। হি ইজ লাইক অ্যান ইনস্টিটিউট। আর মিমির সাথে স্ক্রিনে রোমান্স করাটা অবশ্যই এনজয় করব খুব। সবাইকে নতুন মাস্তির জন্য তৈরি থাকার অনুরোধ করছি।’

ছবির শুটিং শুরু হবে আগস্টের মাঝামাঝিতে৷ কলকাতা ছাড়াও গানের শুটিং হবে দেশের বাইরে। অঙ্কুশ আর মিমি ছাড়াও ছবিতে শঙ্কর চক্রবর্তী, লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়রা অভিনয় করবেন।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।