স্বাধীনতা দিবসের কনসার্টে মঞ্চ মাতালেন আইয়ুব বাচ্চু

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ২৬ মার্চ ২০১৮

স্বাধীনতা দিবস উপলক্ষে সোমবার বিকেলে বসুন্ধরা কনভেনশন সেন্টারের এক্সপো জোনে হয়ে গেল এসিআই মোটরস আয়োজিত ইয়ামাহা প্রেজেন্টস স্বাধীনতার শপথ অনুষ্ঠান। সেখানে টানা বেশ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশনা করে মঞ্চ মাতালেন আইয়ুব বাচ্চু।

গান শেষে আইয়ুব বাচ্চু বলেন, 'আজ বিশেষ একটি দিন। প্রথমে জ্যামিং তারপর গান পরিবেশনা করেছি আজ। টানা তিন ঘণ্টা শ্রোতারা আমার সঙ্গে কনসার্টটি উপভোগ করলেন। সত্যি দারুণ ছিল। অনুষ্ঠানে তরুণদের উপস্থিতি ছিল বেশ চোখে পরবার মতন।'

Mashrafi

কসার্টটির আয়োজকরা বলেন, 'এবারের ৪৮তম মহান স্বাধীনতা দিবসে উন্নয়নশীল দেশের খেতাব অর্জনের জন্য বাংলাদেশকে এসিআই মোটর লিমিটেড এই উদ্যোগটি উৎসর্গ করছে। এই উদ্যোগটি বাংলাদেশের সড়ক নিরাপত্তার কথা বিবেচনা করেই নেওয়া।'

উল্লেখ্য, অনুষ্ঠানে ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের ক্রিকেট আইকন ও জাতীয় দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও জাতীয় ক্রিকেট দলের পেস বোলার তাসকিন।

এলএ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।