শাবনূরের জন্য জনতার ঢল!

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৪ পিএম, ২৪ মার্চ ২০১৮

অনেক বছর হলো অভিনয় থেকে দূরে সরে আছেন নায়িকা শাবনূর। কিন্তু দর্শক তাকে ভুলে যায়নি। প্রমাণ মিললো এমনই। বর্তমানে মাঝে মধ্যে তার দেখা মেলে চলচ্চিত্রের বিভিন্ন ঘরুয়া অনুষ্ঠানে। শুক্রবার আশুলিয়া টঙ্গিবাড়ী এলাকায় এই সময়ের আরেক নায়িকা অমৃতা খানের ফ্যাশন হাউজ উদ্ধোধন করতে গিয়েছিলেন শাবনূর। ওইদিন এক ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে শাবনূরকে। তার আসার খবর শুনে সেখানে হাজার হাজার মানুষের ঢল নামে।

শাবনূরকে এক পলক দেখা জন্য মানুষ পথে দাঁড়িয়ে থেকেছেন ঘন্টার পর ঘন্টা। অমৃতা খান এই দৃশ্য তার সেলফিতে বন্দি করে ফেসবুকে পোস্ট করেছেন। এই সময়ের অনেক তারকা রাস্তা দিয়ে হেঁটে গেলেও তেমন আগ্রহী দেখা যায় না মানুষকে। সেখানে শাবনূরকে দেখতে এখনো নামে জনতার ঢল। অবাক করার মতোই বিষয়। গত শতকের নব্বই দশকের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা শাবনূর। টানা কাজ করেছেন ২০১০ সাল পর্যন্ত। অগতিতে দশর্ক প্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি। তার পরিপ্রেক্ষিতেই এখনো দেখা যায় এমন চিত্র।

শাবনূর বলেন, ‘দর্শকদের ভালোবাসা আমাকে শাবনূর বানিয়েছে। তবে এতো দিন পরে আমার যাওয়ার খবরে এত মানুষ জমা হবে, ভাবতে পারিনি। তবে ভক্তদের সঙ্গে বেশিক্ষণ সময় কাটাতে পারিনি। সবার প্রতি আমার ভালোবাসা রইল। সবাইকে শুধু একটা কথাই বলব, আমার জন্য দোয়া করবেন। এভাবেই সব সময় ভালোবেসে যাবেন।’

jagonews24

অমৃতা বলেন, ‘শাবনূর আপুর আসার খবরে পুরো এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। আপু অল্প কিছু সময় ছিলেন। এত লোক দেখে আমরাও সিদ্ধান্ত নিয়েছিলাম যে শাবনূর আপুকে বেশিক্ষণ রাখা ঠিক হবে না। আনুষ্ঠানিকতা শেষে তাঁকে দ্রুত পাঠিয়ে দিই। আপু যে দেশের চলচ্চিত্রে এখনো অপ্রতিদ্বন্দ্বী, তা নিজ চোখে দেখেছি।’

শাবনূর ছাড়াও অমৃতার ফ্যাশন হাউস উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন এ প্রজন্মের আরও কয়েকজন অভিনয়শিল্পী।

এমএবি/এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।