প্রকাশিত হলো আলতাবানুর পোস্টার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৩ মার্চ ২০১৮

প্রকাশিত হলো ‘আলতাবানু’ সিনেমার পোস্টার। বর্তমানে সেন্সরে আছে সিনেমাঠি। সামনে এই সপ্তাহে সেন্সর ছাড়পত্র পাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে এপ্রিলের ২০ তারিখকে সম্ভাব্য মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ছবিটির। ফরিদুর রেজা সাগরের গল্পে ছবিটি বানিয়েছেন নির্মাতা অরুণ চৌধুরী। জাকিয়া বারী মম ও ফারজানা রিক্তা অভিনয় করেছেন সিনেমার প্রধান দুটি চরিত্রে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ছবিটিতে আরও আছেন আনিসুর রহমান মিলন।

বৃহস্পতিবার বিকালে হয়ে গেলো ‘আলতা বানু’র পোস্টার উন্মোচন অনুষ্ঠান। অনুষ্ঠানে অরুণ চৌধুরী বলেন, ‘আলতা বানু চলচ্চিত্রটি দর্শক দেখবে কারণ এতে মাটি ও মানুষের গল্প বলা হয়েছে। আলতা ও বানু নামের দুই বোনের সুখ, দুঃখ ও হাসি-কান্নার ছবি আলতা বানু।’

ছবিতে আলতা চারিতে মম ও বানু চরিত্রে অভিনয় করেছেন রিক্তা। ছোট বোনের হারিয়ে যাওয়া এবং তাকে খুঁজতে বের হওয়ার জার্নিতেই এগিয়েছে ছবির কাহিনী। এই চলাচলেই পরিচালক দৃশ্যে তুলে আনতে চেষ্টা করেছেন জীবন ও তার মূল্যবোধসহ নানা কিছু।

আলতা বানুর অফিশিয়াল পোস্টার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিব্যক্তিত্ব শাইখ সিরাজ, বাচসাস সভাপতি আব্দুর রহমান, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ অনেকে।

২০১৭ সালের জুলাই মাসে ‘আলতা বানু’ ছবির দৃশ্যধারণের কাজ শুরু হয় মানিকগঞ্জে। ঘিওরের কালিগঙ্গা নদীর পাড়ে টানা একমাস চলে শুটিং। মম-রিক্তা-মিলন ছাড়াও ছবিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান ও মামুনুর রশীদ।

এমএবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।