মুক্তিযুদ্ধের টেলিছবিতে সজল ও নাদিয়া

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৩ পিএম, ২১ মার্চ ২০১৮

সগীর একজন সরকারি কর্মকর্তা কিন্তু স্বভাবে অনেক ভীতু। সে যুদ্ধ কিংবা বিদ্রোহের কিছুই বোঝে না। তার সারাদিনের রুটিন মতে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস আর ঘরে তার বউ এই তার জীবন। তার ভায়রা ভাই একজন মুক্তিযোদ্ধা। তার অনুরোধে সগীর মুক্তিযুদ্ধে অংশ নেয়। এমনই গল্পে স্বাধীনতা দিবসকে সামনে রেখে নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধের নাটক 'আমিও কি মুক্তিযোদ্ধা'। এমন গল্পে দেখা যাবে ছোট পর্দার অভিনেতা সজল, তার স্ত্রীর ভূমিকায় নাদিয়া নদী।

মেজর শাহাব উদ্দিন চাকলাদারের রচনায় টেলিছবিটি পরিচালনা করেছেন শাহিন আহমেদ। নাটকটি প্রসঙ্গে সজল বলেন, ‘রোমান্টিকতার বাইরে এবার মুক্তিযুদ্ধের টেলিছবি করলাম। একাত্তরে আমি পরিপূর্ণ যুবক হলেও এসব বিষয়ে আমার কোন আগ্রহ ছিল না। পরে কোন একটি কারণে যুদ্ধের একটি অপারেশনে অংশ নেই।’

সজল-নাদিয়া ছাড়াও এতে আরোও অভিনয় করেছেন কাজী উজ্জল,আফফান মিতুল,প্রিন্স মাহবুব,তমাল মাহবুব,লিজা খানম,তন্দ্রা প্রমুখ। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ টেলিছবিটি আগামী ২৬ মার্চ চ্যানেল ২৪ এ প্রচার হবে।

আইএন/এমএবি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।