সুয়ারেজ এখন গোলরক্ষক!


প্রকাশিত: ০৬:২৭ এএম, ২৫ জুলাই ২০১৫

২০১০ বিশ্বকাপের কথা এখনো ভুলে যাননি ফুটবল ভক্তরা। সেদি ঘানার বুকে ছুরি বসিয়েছেন উরুগুয়ের ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। গোল করে নয় গোল বাঁচিয়ে। ডিফেন্ডার হিসাবে নয় গোলকিপার হিসাবে। হ্যাঁ, সেই দিন আসামোয়াহ জিয়ানের হেড যখন নিশ্চিত জালে যাচ্ছিল, পথ না পেয়ে হাত দিয়েই বল সরিয়েছিলেন এই উরুগুয়ান।

শনিবার সানফ্রানসিসকোর লেভি স্টেডিয়ামে বার্সেলোনার অনুশীলনে গোলরক্ষকের ভূমিকা পালন করলেন এই ফরোয়ার্ড। শুধু তাই নয় দুর্দান্ত কিছু সেভও করেছেন তিনি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পরা এই ছবি দেখে অনেকেই মজা করে লিখেছেন, সুয়ারেজ গোলরক্ষক হিসাবেই ভালো খেলবেন। আবার কেও লিখেছেন, বার্সা ৭৫ মিলিয়ন পাউন্ড গোলরক্ষকের পিছে খরচ করলো!

আগামী রোববার সানফ্রানসিসকোর লেভি স্টেডিয়ামে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ প্রতিযোগিতায় ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা।


আরটি/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।