পেছালো শাকিব-বুবলীর নতুন ছবির কাজ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৪ মার্চ ২০১৮

গেলো ৬ মার্চ চিত্রপরিচালক কাজী হায়াৎ হৃদরোগজনিত সমস্যায় নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

চলতি মাসের ২৩ তারিখ শাকিব ও বুবলীর নতুন ছবি 'আমার স্বপ্ন আমার দেশ' এর মহরত ও শুটিং শুরু হওয়ার কথা ছিল। ছবিটি পরিচালনা করবেন কাজী হায়াতের। আর ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। কাজী হায়াত অসুস্থ থাকায় নির্দিষ্ট তারিখে ছবির মহরত হচ্ছে না বলে জানা যায়।

শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘দুদিন আগে পরিচালক কাজী হায়াৎ সাহেব যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা উনার সঙ্গে যোগাযোগ করেছি। চিকিৎসা শেষ করে দেশে ফিরতে মাসখানেক সময় লাগবে। যে কারণে আমরা শাকিব ও বুবলীর ‘আমার স্বপ্ন আমার দেশ’ ছবির শুটিং পিছিয়েছি।’

সেলিম খন আরও বলেন,‘আগামী ২৩ তারিখ যে মহরত ও শুটিং করার কথা, তা এখন হচ্ছে না। পরে সবকিছু জানানো হবে। হায়াৎ সাহেব সুস্থ হয়ে দেশে ফিরলে শাকিব খানের শিডিউল মেলাতে হবে। এরপর বাকি সবকিছু হবে।’

আইএন/এমএবি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।