কাজী হায়াতের হার্টে অস্ত্রোপচার সম্পন্ন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ১৩ মার্চ ২০১৮

দীর্ঘ কয়েক বছর ধরে হার্ট ও বিভিন্ন অসুখে ভুগছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চিত্রপরিচালক কাজী হায়াৎ। হার্টে সমস্যাজনিত কারণে ২০০৪ সালে তার হার্টে দুটি রিং বসানো হয়েছিল। ২০০৫ সালে তার ওপেন হার্ট সার্জারিও করা হয়।

এরপর অনেকদিন ভালো ছিলেন। তবে কিছুদিন ধরে শারীরিক অবস্থা খুব বেশি একটা ভালো যাচ্ছিলো না। তাই উন্নত চিকিৎসার জন্য গত ৬ মার্চ নিউ ইয়র্ক যান তিনি। বর্তমানে তিনি সেখানকার মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালে তার সঙ্গে রয়েছেন পুত্র কাজী মারুফ।

কাজী মারুফ জানান, ‘বাবার হৃদপিণ্ডে অস্ত্রোপচার করা হয়েছে। সফলভাবেই তার এনজিওপ্লাস্টিও সম্পন্ন হয়েছে। আমার বাবার সুস্থতা কামনায় দোয়া করবেন সবাই।’

গেল জানুয়ারি মাসে মাঝে নতুন করে হার্টের সমস্যা দেখা দিলে বরেণ্য এই নির্মাতা প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন করেন। সেই প্রেক্ষিতে ১০ লাখ টাকা অনুদান পান তিনি।

ইএন/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।